ক্রীড়া ডেস্ক
ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
কেম্যান আইসল্যান্ডের জিমি পাওয়েল ওভালে টস জিতে মায়ামি ব্লেইজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গ্র্যান্ড কেম্যান। প্রথম ওভারে ওপেনার শ্রীভাতস গোস্বামী হারালেও তাণ্ডব চালাতে থাকেন আরেক ওপেনার সাকিব। ১১ বলে করেন ২৯ রান। ইনিংসে মেরেছেন ৩টি চার ও দুটি ছক্কা। দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইকরেটও তাঁর—২৬৩.৬৩। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ বলে ৪৫ রান করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ৫টি চার ও ২টি ছক্কা ছিল এই শ্রীলঙ্কান ব্যাটারের ইনিংসে। মায়ামি ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১১০ রান।
গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের হয়ে দুটি করে উইকেট নেন রিশি ধাওয়ান ও জ্যাক জার্ভিস।
মায়ামির দেওয়া ১১১ রানে লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান তুলতে সক্ষম হয় গ্র্যান্ড কেম্যান। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২৫ রান এসেছে চিরাগ গান্ধীর ব্যাট থেকে। ৭ বলে ১৪ রান করেন চন্দরপল হেমরাজ। রোনাল্ডো আলিমোহামেদ করেন ৮ বলে ১৬ রান। অন্য ব্যাটাররা সেভাবে কেউ অবদান রাখতে পারেননি। ২ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মায়ামির সেহান জয়াসুরিয়া। ২ ওভারে ১৯ রান দিয়ে সাকিবের শিকার ১ উইকেট।
ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
কেম্যান আইসল্যান্ডের জিমি পাওয়েল ওভালে টস জিতে মায়ামি ব্লেইজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গ্র্যান্ড কেম্যান। প্রথম ওভারে ওপেনার শ্রীভাতস গোস্বামী হারালেও তাণ্ডব চালাতে থাকেন আরেক ওপেনার সাকিব। ১১ বলে করেন ২৯ রান। ইনিংসে মেরেছেন ৩টি চার ও দুটি ছক্কা। দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইকরেটও তাঁর—২৬৩.৬৩। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ বলে ৪৫ রান করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ৫টি চার ও ২টি ছক্কা ছিল এই শ্রীলঙ্কান ব্যাটারের ইনিংসে। মায়ামি ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১১০ রান।
গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের হয়ে দুটি করে উইকেট নেন রিশি ধাওয়ান ও জ্যাক জার্ভিস।
মায়ামির দেওয়া ১১১ রানে লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান তুলতে সক্ষম হয় গ্র্যান্ড কেম্যান। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২৫ রান এসেছে চিরাগ গান্ধীর ব্যাট থেকে। ৭ বলে ১৪ রান করেন চন্দরপল হেমরাজ। রোনাল্ডো আলিমোহামেদ করেন ৮ বলে ১৬ রান। অন্য ব্যাটাররা সেভাবে কেউ অবদান রাখতে পারেননি। ২ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মায়ামির সেহান জয়াসুরিয়া। ২ ওভারে ১৯ রান দিয়ে সাকিবের শিকার ১ উইকেট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
৩৪ মিনিট আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
১ ঘণ্টা আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
১ ঘণ্টা আগে