ক্রীড়া ডেস্ক
ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
কেম্যান আইসল্যান্ডের জিমি পাওয়েল ওভালে টস জিতে মায়ামি ব্লেইজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গ্র্যান্ড কেম্যান। প্রথম ওভারে ওপেনার শ্রীভাতস গোস্বামী হারালেও তাণ্ডব চালাতে থাকেন আরেক ওপেনার সাকিব। ১১ বলে করেন ২৯ রান। ইনিংসে মেরেছেন ৩টি চার ও দুটি ছক্কা। দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইকরেটও তাঁর—২৬৩.৬৩। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ বলে ৪৫ রান করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ৫টি চার ও ২টি ছক্কা ছিল এই শ্রীলঙ্কান ব্যাটারের ইনিংসে। মায়ামি ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১১০ রান।
গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের হয়ে দুটি করে উইকেট নেন রিশি ধাওয়ান ও জ্যাক জার্ভিস।
মায়ামির দেওয়া ১১১ রানে লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান তুলতে সক্ষম হয় গ্র্যান্ড কেম্যান। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২৫ রান এসেছে চিরাগ গান্ধীর ব্যাট থেকে। ৭ বলে ১৪ রান করেন চন্দরপল হেমরাজ। রোনাল্ডো আলিমোহামেদ করেন ৮ বলে ১৬ রান। অন্য ব্যাটাররা সেভাবে কেউ অবদান রাখতে পারেননি। ২ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মায়ামির সেহান জয়াসুরিয়া। ২ ওভারে ১৯ রান দিয়ে সাকিবের শিকার ১ উইকেট।
ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
কেম্যান আইসল্যান্ডের জিমি পাওয়েল ওভালে টস জিতে মায়ামি ব্লেইজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গ্র্যান্ড কেম্যান। প্রথম ওভারে ওপেনার শ্রীভাতস গোস্বামী হারালেও তাণ্ডব চালাতে থাকেন আরেক ওপেনার সাকিব। ১১ বলে করেন ২৯ রান। ইনিংসে মেরেছেন ৩টি চার ও দুটি ছক্কা। দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইকরেটও তাঁর—২৬৩.৬৩। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ বলে ৪৫ রান করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ৫টি চার ও ২টি ছক্কা ছিল এই শ্রীলঙ্কান ব্যাটারের ইনিংসে। মায়ামি ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১১০ রান।
গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের হয়ে দুটি করে উইকেট নেন রিশি ধাওয়ান ও জ্যাক জার্ভিস।
মায়ামির দেওয়া ১১১ রানে লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান তুলতে সক্ষম হয় গ্র্যান্ড কেম্যান। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২৫ রান এসেছে চিরাগ গান্ধীর ব্যাট থেকে। ৭ বলে ১৪ রান করেন চন্দরপল হেমরাজ। রোনাল্ডো আলিমোহামেদ করেন ৮ বলে ১৬ রান। অন্য ব্যাটাররা সেভাবে কেউ অবদান রাখতে পারেননি। ২ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মায়ামির সেহান জয়াসুরিয়া। ২ ওভারে ১৯ রান দিয়ে সাকিবের শিকার ১ উইকেট।
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৮ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৯ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
১১ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
১১ ঘণ্টা আগে