ক্রীড়া ডেস্ক
ওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
ক্যারিবিয়ান কিংবদন্তি সোবার্স ৮ হাজার ৩১ রানের সঙ্গে ২৩৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন। ক্যালিস অবশ্য নিজেকে আরও উঁচুতে নিয়ে যান। ১৩ হাজার ২৮৯ রানের পাশাপাশি প্রোটিয়া কিংবদন্তি নিয়েছেন ২৯২ উইকেট।
ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলার আগে ইংলিশ অধিনায়কের রান ছিল ৬ হাজার ৮৯১। প্রথম ইনিংসে বল হাতে ৭২ রানে ৫ উইকেট পান তিনি। ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। তাও দুই বছর আগে।
এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়া চতুর্থ ইংলিশ ক্রিকেটার স্টোকস। তাঁর আগে এই কীর্তি ছুঁয়েছেন টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসন। তাঁরা কেউই দেড়শ রানসহ ৫ উইকেট নিতে পারেননি। স্টোকসের সামনে সেই সুযোগ ছিল । কিন্তু ১৪১ রানে কাটা পড়েন তিনি। তবে ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে এই ক্লাবে যুক্ত হতে পারার স্বাদ নিচ্ছেন তিনি।
স্টোকসের সেঞ্চুরির পর ইংল্যান্ড প্রথম ইনিংসে থামে ৬৬৯ রানের পাহাড় গড়ে। ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত ফের ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে। ইনিংস হার চোখ রাঙাচ্ছে তাদের। মধ্যাহ্নভোজের আগে প্রথম ওভারে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে শূন্য রানে সাজঘরে ফেরান ক্রিস ওকস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২২ রান তুলেছে সফরকারীরা। লোকেশ রাহুল ৯ ও অধিনায়ক শুবমান গিল ব্যাট করছেন ১৩ রানে।
৭ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাব
ক্রিকেটার রান উইকেট
গ্যারি সোবার্স ৮০৩২ ২৩৫
জ্যাক ক্যালিস ১৩২৮৯ ২৯২
বেন স্টোকস ৭০৩২ ২২৯
ওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
ক্যারিবিয়ান কিংবদন্তি সোবার্স ৮ হাজার ৩১ রানের সঙ্গে ২৩৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন। ক্যালিস অবশ্য নিজেকে আরও উঁচুতে নিয়ে যান। ১৩ হাজার ২৮৯ রানের পাশাপাশি প্রোটিয়া কিংবদন্তি নিয়েছেন ২৯২ উইকেট।
ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলার আগে ইংলিশ অধিনায়কের রান ছিল ৬ হাজার ৮৯১। প্রথম ইনিংসে বল হাতে ৭২ রানে ৫ উইকেট পান তিনি। ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। তাও দুই বছর আগে।
এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়া চতুর্থ ইংলিশ ক্রিকেটার স্টোকস। তাঁর আগে এই কীর্তি ছুঁয়েছেন টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসন। তাঁরা কেউই দেড়শ রানসহ ৫ উইকেট নিতে পারেননি। স্টোকসের সামনে সেই সুযোগ ছিল । কিন্তু ১৪১ রানে কাটা পড়েন তিনি। তবে ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে এই ক্লাবে যুক্ত হতে পারার স্বাদ নিচ্ছেন তিনি।
স্টোকসের সেঞ্চুরির পর ইংল্যান্ড প্রথম ইনিংসে থামে ৬৬৯ রানের পাহাড় গড়ে। ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত ফের ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে। ইনিংস হার চোখ রাঙাচ্ছে তাদের। মধ্যাহ্নভোজের আগে প্রথম ওভারে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে শূন্য রানে সাজঘরে ফেরান ক্রিস ওকস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২২ রান তুলেছে সফরকারীরা। লোকেশ রাহুল ৯ ও অধিনায়ক শুবমান গিল ব্যাট করছেন ১৩ রানে।
৭ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাব
ক্রিকেটার রান উইকেট
গ্যারি সোবার্স ৮০৩২ ২৩৫
জ্যাক ক্যালিস ১৩২৮৯ ২৯২
বেন স্টোকস ৭০৩২ ২২৯
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১০ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৫ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে