Ajker Patrika

১০০০তম ওয়ানডে জয়ে রাঙাল ভারত 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৪৯
১০০০তম ওয়ানডে জয়ে রাঙাল ভারত 

জয় দিয়ে ১০০০তম ওয়ানডে রাঙাল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ে অধিনায়কত্বের অভিষেক হলো রোহিত শর্মারাও। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের জয় ৬ উইকেটের ব্যবধানে। এ জয়ে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে। 

আহমেদাবাদে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। বোলিংয়ে নতুন অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন যুজবেন্দ্র চাহাল-ওয়াশিংটন সুন্দররা। ৪৩.৫ ওভারেই উইন্ডিজকে ১৭৬ রানে গুটিয়ে দেয় ভারত। শেষ দিকে জেসন হোল্ডার ৫৭ ও ফ্যাবিয়ান অ্যালেন ২৯ রান না করলে এই সংগ্রহটুকুও পেত না অতিথিরা। ভারতের হয়ে চাহাল নেন ৪ উইকেট। ওয়াশিংটনের শিকার ৩ উইকেট। 

লক্ষ্য তারা করতে নেমে ঈশান কিষানকে নিয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন রোহিত। ৫১ বলে ১০ চার ও ১ ছয়ে ৬০ রান ফেরে রোহিত। আলজারি জোসেফের বলে রোহিতের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলিও। জোসেফের বলেই ৮ রান করে ফেরেন কোহলি। ভালো শুরুর পর ও ইনিংস বড় করতে পারেননি ঈশান কিষান। ২৮ রান করে আকিল হোসেনের বলে ক্যাচ দিয়েছেন অ্যালেনের হাতে। ব্যক্তিগত ১১ রানে রান আউটে কাটা পড়েন।

ঋষভ পন্ত। জয়ের পথে থাকা ভারতকে এরপর লক্ষ্যে পৌঁছে দেন সূর্যকুমার যাদবও দীপক হুডা। পঞ্চম উইকেটে এই দুজন তোলেন ৬৩ বলে ৬২ রান। সূর্যকুমার যাদব ৩৪ রানে ও দীপক হুডার ২৬ রানে অপরাজিত থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত