জয় দিয়ে ১০০০তম ওয়ানডে রাঙাল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ে অধিনায়কত্বের অভিষেক হলো রোহিত শর্মারাও। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের জয় ৬ উইকেটের ব্যবধানে। এ জয়ে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
আহমেদাবাদে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। বোলিংয়ে নতুন অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন যুজবেন্দ্র চাহাল-ওয়াশিংটন সুন্দররা। ৪৩.৫ ওভারেই উইন্ডিজকে ১৭৬ রানে গুটিয়ে দেয় ভারত। শেষ দিকে জেসন হোল্ডার ৫৭ ও ফ্যাবিয়ান অ্যালেন ২৯ রান না করলে এই সংগ্রহটুকুও পেত না অতিথিরা। ভারতের হয়ে চাহাল নেন ৪ উইকেট। ওয়াশিংটনের শিকার ৩ উইকেট।
লক্ষ্য তারা করতে নেমে ঈশান কিষানকে নিয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন রোহিত। ৫১ বলে ১০ চার ও ১ ছয়ে ৬০ রান ফেরে রোহিত। আলজারি জোসেফের বলে রোহিতের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলিও। জোসেফের বলেই ৮ রান করে ফেরেন কোহলি। ভালো শুরুর পর ও ইনিংস বড় করতে পারেননি ঈশান কিষান। ২৮ রান করে আকিল হোসেনের বলে ক্যাচ দিয়েছেন অ্যালেনের হাতে। ব্যক্তিগত ১১ রানে রান আউটে কাটা পড়েন।
ঋষভ পন্ত। জয়ের পথে থাকা ভারতকে এরপর লক্ষ্যে পৌঁছে দেন সূর্যকুমার যাদবও দীপক হুডা। পঞ্চম উইকেটে এই দুজন তোলেন ৬৩ বলে ৬২ রান। সূর্যকুমার যাদব ৩৪ রানে ও দীপক হুডার ২৬ রানে অপরাজিত থাকেন।
জয় দিয়ে ১০০০তম ওয়ানডে রাঙাল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ে অধিনায়কত্বের অভিষেক হলো রোহিত শর্মারাও। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের জয় ৬ উইকেটের ব্যবধানে। এ জয়ে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
আহমেদাবাদে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। বোলিংয়ে নতুন অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন যুজবেন্দ্র চাহাল-ওয়াশিংটন সুন্দররা। ৪৩.৫ ওভারেই উইন্ডিজকে ১৭৬ রানে গুটিয়ে দেয় ভারত। শেষ দিকে জেসন হোল্ডার ৫৭ ও ফ্যাবিয়ান অ্যালেন ২৯ রান না করলে এই সংগ্রহটুকুও পেত না অতিথিরা। ভারতের হয়ে চাহাল নেন ৪ উইকেট। ওয়াশিংটনের শিকার ৩ উইকেট।
লক্ষ্য তারা করতে নেমে ঈশান কিষানকে নিয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন রোহিত। ৫১ বলে ১০ চার ও ১ ছয়ে ৬০ রান ফেরে রোহিত। আলজারি জোসেফের বলে রোহিতের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলিও। জোসেফের বলেই ৮ রান করে ফেরেন কোহলি। ভালো শুরুর পর ও ইনিংস বড় করতে পারেননি ঈশান কিষান। ২৮ রান করে আকিল হোসেনের বলে ক্যাচ দিয়েছেন অ্যালেনের হাতে। ব্যক্তিগত ১১ রানে রান আউটে কাটা পড়েন।
ঋষভ পন্ত। জয়ের পথে থাকা ভারতকে এরপর লক্ষ্যে পৌঁছে দেন সূর্যকুমার যাদবও দীপক হুডা। পঞ্চম উইকেটে এই দুজন তোলেন ৬৩ বলে ৬২ রান। সূর্যকুমার যাদব ৩৪ রানে ও দীপক হুডার ২৬ রানে অপরাজিত থাকেন।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে