ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই চলছে ভারত-পাকিস্তান লড়াই। ভারতের আপত্তিতে আয়োজক সমস্যার সমাধান করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) হাইব্রিড মডেলে সমাধান দিতে হয়েছে। সেই সমস্যার সমাধান হতে না হতে টুর্নামেন্ট যখন আসি আসি করছিল, তখন তৈরি হয় ভারতের পতাকা নিয়ে ঝামেলা।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। সেই ম্যাচের আগে গতকাল করাচির মাঠে দেখা গেছে ভারতের পতাকা। পাকিস্তানের মাঠে ভারতের তেরঙ্গা পতাকা ওড়ার ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। নিজের অফিশিয়াল এক্সে পাকিস্তানি সাংবাদিক ফরিদ খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা উঠানো হয়েছে। কী দারুণ এক মুহূর্ত।’ সাত ভারতীয় সাংবাদিককে যে পাকিস্তান ভিসা দিয়েছে, সেটা ফরিদ তাঁর পোস্টে উল্লেখ করেছেন।
১৬ ফেব্রুয়ারি পাকিস্তানে হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুর্গের দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। সেদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম—পাকিস্তানের এই দুই মাঠেই অংশগ্রহণকারী সাত দলের পতাকা উড়েছে। তবে দেখা যায়নি ভারতের পতাকা। সামাজিক মাধ্যমে এই নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই দাবি করেছিলেন, বিসিসিআইয়ের ওপর প্রতিশোধ নিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের পতাকা ওড়ায়নি।
ভারতের পতাকা কেন উড়েনি পাকিস্তানের মাঠে, এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে পিসিবি। হিন্দুস্তান টাইমসকে এক পিসিবি কর্মকর্তা বলেন, ‘আইসিসির নির্দেশ দিয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দিনে চার পতাকা থাকা উচিত। আইসিসি (ইভেন্টের কর্তৃপক্ষ), পিসিবি (আয়োজক) ও সেদিন কোন দুই দল খেলবে তাদের পতাকা থাকবে।’ এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কী ভাবছে, সেই প্রশ্ন এসেছে সহসভাপতি রাজীব শুক্লার কাছে। বিসিসিআই সহসভাপতি গতকাল বলেন, ‘প্রথমত ভারতের পতাকা সেখানে আছে কি নেই, সেটা আমাদের নিশ্চিত হতে হবে। না থাকলে অবশ্যই সেটা থাকা উচিত। অংশ নেওয়া সব দেশের পতাকাই তো সেখানে থাকা উচিত।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তবে আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। কারণ, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দল যেতে চাচ্ছে না পাকিস্তানে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। দুবাইয়ে পাঁচটি ম্যাচ হতে পারে। গ্রুপ পর্বে ভারতের তিন ম্যাচ ও একটি সেমিফাইনাল তো থাকছেই। এমনকি ভারত ফাইনালে উঠলে সেটা হবে দুবাইয়ে। অন্যথায় ভারতেই হবে ফাইনাল।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই চলছে ভারত-পাকিস্তান লড়াই। ভারতের আপত্তিতে আয়োজক সমস্যার সমাধান করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) হাইব্রিড মডেলে সমাধান দিতে হয়েছে। সেই সমস্যার সমাধান হতে না হতে টুর্নামেন্ট যখন আসি আসি করছিল, তখন তৈরি হয় ভারতের পতাকা নিয়ে ঝামেলা।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। সেই ম্যাচের আগে গতকাল করাচির মাঠে দেখা গেছে ভারতের পতাকা। পাকিস্তানের মাঠে ভারতের তেরঙ্গা পতাকা ওড়ার ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। নিজের অফিশিয়াল এক্সে পাকিস্তানি সাংবাদিক ফরিদ খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা উঠানো হয়েছে। কী দারুণ এক মুহূর্ত।’ সাত ভারতীয় সাংবাদিককে যে পাকিস্তান ভিসা দিয়েছে, সেটা ফরিদ তাঁর পোস্টে উল্লেখ করেছেন।
১৬ ফেব্রুয়ারি পাকিস্তানে হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুর্গের দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। সেদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম—পাকিস্তানের এই দুই মাঠেই অংশগ্রহণকারী সাত দলের পতাকা উড়েছে। তবে দেখা যায়নি ভারতের পতাকা। সামাজিক মাধ্যমে এই নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই দাবি করেছিলেন, বিসিসিআইয়ের ওপর প্রতিশোধ নিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের পতাকা ওড়ায়নি।
ভারতের পতাকা কেন উড়েনি পাকিস্তানের মাঠে, এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে পিসিবি। হিন্দুস্তান টাইমসকে এক পিসিবি কর্মকর্তা বলেন, ‘আইসিসির নির্দেশ দিয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দিনে চার পতাকা থাকা উচিত। আইসিসি (ইভেন্টের কর্তৃপক্ষ), পিসিবি (আয়োজক) ও সেদিন কোন দুই দল খেলবে তাদের পতাকা থাকবে।’ এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কী ভাবছে, সেই প্রশ্ন এসেছে সহসভাপতি রাজীব শুক্লার কাছে। বিসিসিআই সহসভাপতি গতকাল বলেন, ‘প্রথমত ভারতের পতাকা সেখানে আছে কি নেই, সেটা আমাদের নিশ্চিত হতে হবে। না থাকলে অবশ্যই সেটা থাকা উচিত। অংশ নেওয়া সব দেশের পতাকাই তো সেখানে থাকা উচিত।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তবে আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। কারণ, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দল যেতে চাচ্ছে না পাকিস্তানে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। দুবাইয়ে পাঁচটি ম্যাচ হতে পারে। গ্রুপ পর্বে ভারতের তিন ম্যাচ ও একটি সেমিফাইনাল তো থাকছেই। এমনকি ভারত ফাইনালে উঠলে সেটা হবে দুবাইয়ে। অন্যথায় ভারতেই হবে ফাইনাল।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২৬ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩২ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪১ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে