Ajker Patrika

ফখরকে হারানোর দিনে আইসিসির শাস্তিও পেল পাকিস্তান

স্লো ওভার-রেটের কারণে শাস্তি পেল পাকিস্তান। ছবি: আইসিসি
স্লো ওভার-রেটের কারণে শাস্তি পেল পাকিস্তান। ছবি: আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফিতে একের পর এক ধাক্কা খেয়েই যাচ্ছে পাকিস্তান। একে তো আসরের শুরুটা করতে পারেনি প্রত্যাশা মতো। নিউজিল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে হেরেছে ৬০ রানের ব্যবধানে। সেই ম্যাচে চোট পাওয়ার কারণে আসর থেকেই ছিটকে যেতে হয়েছে ওপেনার ফখর জামানকে। এবার শাস্তিও পেল আসরের স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শাস্তি মেনে নিলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসির নীতিমালার ২.২২ ধারা অনুযায়ী, নিধারিত সময়ের ভেতর কোনো দল ৫০ ওভার সম্পন্ন করতে না পারলে সেই দলকে ওভারপ্রতি ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হবে। পাকিস্তান তাই এক ওভার পিছিয়ে থাকায় অভিযোগ তোলেন আম্পায়ার রিচার্ড কেটেলবোরো, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, জোয়েল উইলসন ও অ্যালেক্স হোয়ার্ফ। পরে শাস্তির সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

২৯ বছর পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে হারের পর সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেল তাদের জন্য। ফখরের ছিটকে পড়া বড় ধাক্কা হয়ে এসেছে। করাচিতে গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে ব্যাটিংয়ে নামলেও ৪১ বলে খেলেছেন ২৪ রানের ইনিংস। বাঁহাতি এই ওপেনারের পরিবর্তে আরেক বাঁহাতি ইমাম উল হককে দলে নিয়েছে পাকিস্তান। ইমাম সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এদিকে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত