Ajker Patrika

জয়সওয়ালের দ্বিশতকের পর বুমরার তোপ, ভারতের লিড

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ০৫
জয়সওয়ালের দ্বিশতকের পর বুমরার তোপ, ভারতের লিড

ক্রিকেট চালিয়ে যেতে কী কষ্টই না করতে হয়েছে যশস্বী জয়সওয়ালকে। থাকার ঘর ছিল না। পেটের দায়ে রাস্তায় রাস্তায় বিক্রি করতে হয়েছে খাবার। তবু হাল না ছাড়া সেই যশস্বী এখন আবারও আলোচনায়। হবেই না বা কেন! জয়সওয়ালের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি ও জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিন শেষেই সিরিজে সমতায় ফেরার স্বপ্ন দেখছে ভারত। 

আগেরদিন ছয় মেরে সেঞ্চুরি, গতকাল ১৯১ রানে দাঁড়িয়ে অভিষিক্ত স্পিনার শোয়েব বশিরকে পরপর ছয় ও চার মেরে সেটিকে টেনে নিয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতকে। তরুণ ওপেনারের এমন দুর্দান্ত ব্যাটিং মন কেড়ে নিয়েছে কেভিন পিটারসেনের। ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক ইংলিশ ব্যাটারের কাছে জয়সওয়াল এখন ‘সুপারস্টার’। সামাজিক মাধ্যম এক্স-এ শিখর ধাওয়ান লিখেছেন, ‘দিন দিন তোমার ব্যাট জাদুদণ্ড হয়ে উঠছে।’ 

‘জয়সবল’ খেলে কয়েকটি মাইলফলকও ছুঁয়েছেন জয়সওয়াল। ভারতের হয়ে টেস্টে সবচয়ে কম বয়সে (২২ বছর ৩৭ দিন) ডাবল সেঞ্চুরি পাওয়া চতুর্থ ব্যাটার তিনি। প্রথম ডাবল সেঞ্চুরি পেতে তাঁর লাগল ১০ ইনিংস। ভারতের হয়ে জয়সওয়ালের চেয়ে কম ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন করুন নায়ার (৩), বিনোদ কাম্বলি (৪), সুনীল গাভাস্কার ও মায়াঙ্ক আগরওয়াল (৮) এবং চেতশ্বর পুজারা (৯)। তার মধ্যে গাভাস্কার ও আগরওয়াল ছাড়া বাকি সবাই করেছেন ইংল্যান্ডের বিপক্ষে। 

১৭৯ রান দিয়ে দ্বিতীয় দিন শুরু করেন জয়সওয়াল। প্রথম সেশনে আগেরদিনের সঙ্গী রবিচন্দ্রন অশ্বিনকে (২০) হারালেও মধ্যাহ্নভোজের আগেই উদ্‌যাপন করেন দ্বিশতক। তবে এরপর বেশিদূর এগোতে পারেননি। ২৯০ বলে ২০৯ রানে ফেরেন জিমি অ্যান্ডাসনের তৃতীয় শিকার হয়ে। ভারতের প্রথম ইনিংস থামে ৩৯৬ রানে। স্বাগতিকেরা প্রথম দিন করেছিল ৬ উইকেটে ৩৩৬ রান। 

দ্বিতীয় সেশনে প্রথম ইনিংস শুরু করেই বাজবল খেলে ভারতকে চিন্তায় ফেলে দেয় ইংল্যান্ড। ৬২ বলেই করে ফেলে ৫৯ রান। তবে ওপেনার বেন ডাকেটকে (২১) ফিরিয়ে স্বাগতিকদের ব্রেকথ্রু এনে দেন কুলদীপ। এরপরও অবশ্য নির্ভয়ে ব্যাট চালাচ্ছিলেন আরেক ওপেনার জ্যাক ক্রলি (৭৬)। তাঁর বিদায়ের পর দ্রুত ওলি পোপ (২৩), জো রুট (৫) ও জনি বেয়াস্টোকে (২৫) ফিরিয়ে ইংলিশদের উল্টো চেপে ধরেন বুমরা। তার মধ্যে দুর্দান্ত এক ইয়র্কারে ভারতীয় পেসার যেভাবে পোপের দুই স্টাম্প উপড়ে ফেলেন, সেই দৃশ্য চোখে গেঁথে থাকার মতোন। শেষ দিকে টম হার্টলির ২১ রানের সুবাদে ফলোঅন এড়ায় ইংল্যান্ড। 

বেন স্টোকস (৪৭) চেষ্টা করেছিলেন দলের রান বাড়ানোর। বোল্ড করে ইংলিশ অধিনায়ককেও ফেরান বুমরা। ভারতীয় পেসার ৪৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। কুলদীপের শিকার ৩টি। সফরকারীদের প্রথম ইনিংস থামে ২৫৩ রানে। তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৫ ওভারে ২৮ রান করেছে ভারত। লিড নিয়েছে ১৭১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত