ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ড্যারেন স্যামি। এবার তাঁকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। অনির্বাচিত স্বাধীন পরিচালক হিসেবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করবেন স্যামি।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো সংস্করণেই সুযোগ পাননি স্যামি। তবে চুটিয়ে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের ভূমিকা বদলে ফেলেছেন স্যামি। এ মৌসুমে আছেন পেশোয়ার জালমির প্রধান কোচের ভূমিকায়। কোচ হওয়ার আগে দলটির অধিনায়ক ছিলেন স্যামি। অধিনায়কত্ব ছেড়েছেন ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের। যুক্ত হয়েছেন দলটির ক্রিকেট পরামর্শক ও শুভেচ্ছাদূতের ভূমিকায়।
এবার দায়িত্ব পেলেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার। ১৭ জুন সিডব্লুআইয়ের এক সভায় স্বাধীন পরিচালক পদে তিনটি নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এর একটিতে দায়িত্ব পেয়েছেন স্যামি। দুই বছরের জন্য অনির্বাচিত স্বাধীন পরিচালক পদের দায়িত্বে থাকবেন তিনি। দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্যামি। নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন এভাবে, ‘সিডব্লিউআইয়ের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া সম্মানের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। নতুন ভূমিকায় মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার এটি দারুণ সুযোগ।’
স্যামি নিজের অভিজ্ঞতার সবটুকু দিয়ে এগিয়ে নিতে চান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদান রাখতে আমাকে সাহায্য করবে। আমার ভালোবাসার খেলা ও আমার অঞ্চলকে কিছু ফিরিয়ে দিতে উন্মুখ হয়ে আছি।
স্যামিকে বোর্ডে পেয়ে দারুণ খুশি সিডব্লুআইয়ের সভাপতি রিকি স্কিরিট। স্কিরিট বলেছেন, ‘তাকে বোর্ডে স্বাগত। বর্তমান সময়ের ক্রিকেটারদের মনমানসিকতা সে ভালো জানে। আমরা চাইব তার এসব অভিজ্ঞতা কাজে লাগাতে।’ স্যামির দায়িত্বটা কেমন হতে পারে, সে ইঙ্গিতও দিয়েছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই বড় কর্তা, ‘বোর্ডের নতুন কোনো নীতি বা সেটার সমাধানের ব্যাপারে সে অংশগ্রহণ করতে পারবে। তার মতামত জানাতে পারবে।’
ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ড্যারেন স্যামি। এবার তাঁকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। অনির্বাচিত স্বাধীন পরিচালক হিসেবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করবেন স্যামি।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো সংস্করণেই সুযোগ পাননি স্যামি। তবে চুটিয়ে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের ভূমিকা বদলে ফেলেছেন স্যামি। এ মৌসুমে আছেন পেশোয়ার জালমির প্রধান কোচের ভূমিকায়। কোচ হওয়ার আগে দলটির অধিনায়ক ছিলেন স্যামি। অধিনায়কত্ব ছেড়েছেন ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের। যুক্ত হয়েছেন দলটির ক্রিকেট পরামর্শক ও শুভেচ্ছাদূতের ভূমিকায়।
এবার দায়িত্ব পেলেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার। ১৭ জুন সিডব্লুআইয়ের এক সভায় স্বাধীন পরিচালক পদে তিনটি নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এর একটিতে দায়িত্ব পেয়েছেন স্যামি। দুই বছরের জন্য অনির্বাচিত স্বাধীন পরিচালক পদের দায়িত্বে থাকবেন তিনি। দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্যামি। নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন এভাবে, ‘সিডব্লিউআইয়ের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া সম্মানের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। নতুন ভূমিকায় মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার এটি দারুণ সুযোগ।’
স্যামি নিজের অভিজ্ঞতার সবটুকু দিয়ে এগিয়ে নিতে চান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদান রাখতে আমাকে সাহায্য করবে। আমার ভালোবাসার খেলা ও আমার অঞ্চলকে কিছু ফিরিয়ে দিতে উন্মুখ হয়ে আছি।
স্যামিকে বোর্ডে পেয়ে দারুণ খুশি সিডব্লুআইয়ের সভাপতি রিকি স্কিরিট। স্কিরিট বলেছেন, ‘তাকে বোর্ডে স্বাগত। বর্তমান সময়ের ক্রিকেটারদের মনমানসিকতা সে ভালো জানে। আমরা চাইব তার এসব অভিজ্ঞতা কাজে লাগাতে।’ স্যামির দায়িত্বটা কেমন হতে পারে, সে ইঙ্গিতও দিয়েছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই বড় কর্তা, ‘বোর্ডের নতুন কোনো নীতি বা সেটার সমাধানের ব্যাপারে সে অংশগ্রহণ করতে পারবে। তার মতামত জানাতে পারবে।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে