Ajker Patrika

আফগান বোলারদের সামনে ধুঁকছে ইংল্যান্ড

আফগান বোলারদের সামনে ধুঁকছে ইংল্যান্ড

রান তাড়ায় নেমে ধুঁকছে ইংল্যান্ড। দুর্দান্ত লাইন লেংথে বোলিং করে জনি বেয়ারস্টো–জস বাটলারদের কাঁপিয়ে দিচ্ছেন আফগানিস্তানের বোলাররা। এক শ রানের আগেই ৪ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ৩ রানের মাথায় বেয়ারস্টোকে ড্রেসিংরুমে ফেরান ফজলহক ফারুকি। দ্বিতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নিচ্ছিলেন ডেভিড মালান ও জো রুট। কিন্তু ১১ রানে রুট মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার পর বিপদ বেড়ে যায় ইংল্যান্ডের। 

তৃতীয় উইকেটে হ্যারি ব্রুককে নিয়ে আরেকটি ছোট জুটি গড়েন ওপেনিংয়ে নামা মালান। তাঁদের জুটি ৩৫ রানে দাঁড়ালে তা ভেঙে দেন মোহাম্মদ নবী। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আজ ১৫০ ওয়ানডে খেলতে নেমেছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার। ৩২ রানে ফিরে যান সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করা মালান। ৯ রানে দ্রুত ফিরে গেছেন অধিনায়ক বাটলারও। 

সতীর্থরা নিয়মিত আসা–যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন হ্যারি ব্রুক। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারলেন না লিয়াম লিভিংস্টোনও। ১০ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ৪২ রানে অপরাজিত আছেন রুট। তাঁকে সঙ্গ দিতে পিচে এসেছেন স্যাম কারান। ১ রানে অপরাজিত আছেন এই পেস অলরাউন্ডার। প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১১৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত