শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনোটিতেই পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ম্যাচ হারের জন্য বাজে ব্যাটিংকেই দুষলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ছয় ওভারে ২ উইকেটে করেছিল ৪৮ রান, যার মধ্যে ছিল ১০ চার। তবে শুরুর এই ধারাবাহিকতা বাংলাদেশ আর ধরে রাখতে পারেনি। এমনকি পরের ১৪ ওভারে কোনো বাউন্ডারিও মারতে পারেননি জ্যোতি-স্বর্ণা আকতাররা। ৩৪ বলে ২৮ রান করেন জ্যোতি। আর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ করে ৮ উইকেটে ১২৬ রান।
পাওয়ারপ্লের ব্যাটিং পরবর্তীতে ধরে রাখতে না পারার আক্ষেপ জ্যোতির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, পাওয়ারপ্লেতে আমাদের ব্যাটিং ভালো ছিল। কিন্তু ছয় ওভারের পর আমরা কোনো বাউন্ডারি মারতে পারিনি। এটাই আমাদের ভুগিয়েছে। শেষ পাঁচ ওভারে ১৫-২০ রান কম হয়েছে এবং অনেক উইকেট হারিয়েছি।’
১২৭ রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার শুরুটা ছিল নড়বড়ে। ২৫ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। যেখানে তিনটা উইকেটই নিয়েছেন মারুফা আকতার। মারুফার প্রশংসা করে জ্যোতি বলেন, ‘মারুফা আজ দারুণ বোলিং করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সে মাত্র এল এবং দেখিয়ে দিল দলে সে কতটা গুরুত্বপূর্ণ।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনোটিতেই পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ম্যাচ হারের জন্য বাজে ব্যাটিংকেই দুষলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ছয় ওভারে ২ উইকেটে করেছিল ৪৮ রান, যার মধ্যে ছিল ১০ চার। তবে শুরুর এই ধারাবাহিকতা বাংলাদেশ আর ধরে রাখতে পারেনি। এমনকি পরের ১৪ ওভারে কোনো বাউন্ডারিও মারতে পারেননি জ্যোতি-স্বর্ণা আকতাররা। ৩৪ বলে ২৮ রান করেন জ্যোতি। আর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ করে ৮ উইকেটে ১২৬ রান।
পাওয়ারপ্লের ব্যাটিং পরবর্তীতে ধরে রাখতে না পারার আক্ষেপ জ্যোতির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, পাওয়ারপ্লেতে আমাদের ব্যাটিং ভালো ছিল। কিন্তু ছয় ওভারের পর আমরা কোনো বাউন্ডারি মারতে পারিনি। এটাই আমাদের ভুগিয়েছে। শেষ পাঁচ ওভারে ১৫-২০ রান কম হয়েছে এবং অনেক উইকেট হারিয়েছি।’
১২৭ রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার শুরুটা ছিল নড়বড়ে। ২৫ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। যেখানে তিনটা উইকেটই নিয়েছেন মারুফা আকতার। মারুফার প্রশংসা করে জ্যোতি বলেন, ‘মারুফা আজ দারুণ বোলিং করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সে মাত্র এল এবং দেখিয়ে দিল দলে সে কতটা গুরুত্বপূর্ণ।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১৩ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৭ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৮ ঘণ্টা আগে