নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হচ্ছে। লম্বা বিরতির পর সাদা পোশাকে খেলতে নেমে সাকিব আল হাসানের প্রস্তুতিটা বেশি ভালো হয়েছে। আজ হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পেয়েছেন ফিফটি।
সাকিবের সঙ্গে সাইফ হাসান, নাজমুল হাসান শান্তদের ব্যাটিং অনুশীলনটাও ভালোই হয়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ২ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
হারারের তাকাশিংহা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। দলীয় ১৬ রানে সাদমান ইসলাম আউট কোনো রান না করেই। ৪৩ মিনিট উইকেটে থেকে ৩০ বল খেলেও রান করতে পারেননি সাদমান। দ্বিতীয় উইকেট জুটিতে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত পুরো সেশন পার করে দিয়েছেন। সাইফের ফিফটিতে ১ উইকেটে ৯৩ রান করে বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতির পর ৬৫ রান করা সাইফ সতীর্থদের ব্যাটিং করার সুযোগ করে দিতে স্বেচ্ছায় অবসরে যান। শান্তর সঙ্গে যোগ দেন অধিনায়ক মুমিনুল হক। এরপর ফিফটি তুলে নেন শান্তও। ৫২ রান করে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানও স্বেচ্ছায় অবসরে যান। ১ উইকেট ১৯৪ রানে নিয়ে সাকিব আর মুমিনুল দ্বিতীয় সেশন শেষ করেন।
চা বিরতির পরই ২৯ রান করে আউট হন মুমিনুল । সাকিব আর লিটন দাস দলের স্কোর আরও বড় করার লক্ষ্যে এগিয়ে যান। সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। ৪৯ বলে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। ৫৬ বলে ৭৪ রান করে সাকিবও স্বেচ্ছায় অবসরে গেছেন। লিটনও (৩৭) স্বেচ্ছায় অবসরে গেছেন। মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ দিনের বাকিটা সময় ভালোভাবেই কাটিয়ে দেন। মাহমুদউল্লাহ ৪০ ও মিরাজ উইকেটে আছে ৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৯০ ওভারে ৩১৩/২ (সাকিব ৭৪, সাইফ ৬৫, শান্ত ৫২, মাহমুদউল্লাহ ৪০ *, মুমিনুল ২৯, লিটন ৩৭, মিরাজ ৫ *; জঙ্গুয়ে ২৩ / ১, ব্রাইটন ৩৪ /১)।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হচ্ছে। লম্বা বিরতির পর সাদা পোশাকে খেলতে নেমে সাকিব আল হাসানের প্রস্তুতিটা বেশি ভালো হয়েছে। আজ হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পেয়েছেন ফিফটি।
সাকিবের সঙ্গে সাইফ হাসান, নাজমুল হাসান শান্তদের ব্যাটিং অনুশীলনটাও ভালোই হয়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ২ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
হারারের তাকাশিংহা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। দলীয় ১৬ রানে সাদমান ইসলাম আউট কোনো রান না করেই। ৪৩ মিনিট উইকেটে থেকে ৩০ বল খেলেও রান করতে পারেননি সাদমান। দ্বিতীয় উইকেট জুটিতে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত পুরো সেশন পার করে দিয়েছেন। সাইফের ফিফটিতে ১ উইকেটে ৯৩ রান করে বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতির পর ৬৫ রান করা সাইফ সতীর্থদের ব্যাটিং করার সুযোগ করে দিতে স্বেচ্ছায় অবসরে যান। শান্তর সঙ্গে যোগ দেন অধিনায়ক মুমিনুল হক। এরপর ফিফটি তুলে নেন শান্তও। ৫২ রান করে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানও স্বেচ্ছায় অবসরে যান। ১ উইকেট ১৯৪ রানে নিয়ে সাকিব আর মুমিনুল দ্বিতীয় সেশন শেষ করেন।
চা বিরতির পরই ২৯ রান করে আউট হন মুমিনুল । সাকিব আর লিটন দাস দলের স্কোর আরও বড় করার লক্ষ্যে এগিয়ে যান। সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। ৪৯ বলে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। ৫৬ বলে ৭৪ রান করে সাকিবও স্বেচ্ছায় অবসরে গেছেন। লিটনও (৩৭) স্বেচ্ছায় অবসরে গেছেন। মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ দিনের বাকিটা সময় ভালোভাবেই কাটিয়ে দেন। মাহমুদউল্লাহ ৪০ ও মিরাজ উইকেটে আছে ৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৯০ ওভারে ৩১৩/২ (সাকিব ৭৪, সাইফ ৬৫, শান্ত ৫২, মাহমুদউল্লাহ ৪০ *, মুমিনুল ২৯, লিটন ৩৭, মিরাজ ৫ *; জঙ্গুয়ে ২৩ / ১, ব্রাইটন ৩৪ /১)।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১১ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১৩ ঘণ্টা আগে