Ajker Patrika

সাকিবকে টপকে যেখানে শীর্ষে শান্ত-শরীফুল 

সাকিবকে টপকে যেখানে শীর্ষে শান্ত-শরীফুল 

টেস্টের মতো বাংলাদেশের ২০২৩ সালে ওয়ানডে সংস্করণের ম্যাচও শেষ হয়ে গেছে। বাংলাদেশ এ বছরের শেষ ওয়ানডে গতকাল খেলেছে নেপিয়ারের ম্যাকলিন পার্কে। ওয়ানডে সংস্করণে বাজে সময় পার করা বাংলাদেশের এ বছরটা শুরু হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে। আর গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক জয় দিয়ে ওয়ানডেতে এ বছর শেষ করেছে বাংলাদেশ। ধবলধোলাই এড়ানোর পাশাপাশি নিউজিল্যান্ডের মাঠে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। 

এ বছর বাংলাদেশ ৩২ ওয়ানডে ম্যাচ খেলেছে। জিতেছে ১১ ম্যাচ। হেরেছে ১৮ ম্যাচ ও ৩ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পরিসংখ্যানই বলে দিচ্ছে, ওয়ানডেতে এ বছর বাংলাদেশের পারফরম্যান্স কতটা হতাশাজনক ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ জয় ছাড়া বলার মতো কোনো পারফরম্যান্স ছিল না বাংলাদেশের। ৩২ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ২৯টি করে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুই ব্যাটারই আছেন এ বছর ওয়ানডেতে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটারের তালিকায়। যার মধ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে থাকা মুশফিক ও লিটন করেছেন ৮৪৬ ও ৬২১ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৯৯২ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ২৭ ওয়ানডে খেলে করেন ২ সেঞ্চুরি। যার মধ্যে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা ১১৭ রানের ইনিংস।

উইকেট নেওয়ার পর শরীফুল ইসলামের উচ্ছ্বাস। ছবি: বিসিবিওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়েছে এ বছরই। সেই রেকর্ড করেন মুশফিক। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৬০ বলে সেঞ্চুরি করেন তিনি। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় করেন ৭৩৫ ও ৭২৭ রান। যেখানে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই এই (ওয়ানডে) সংস্করণে অভিষেক হয় হৃদয়ের। সেই ম্যাচে ৯২ বলে ৯২ রান করেন হৃদয়। একই ম্যাচে নার্ভাস নাইন্টিজে কাটা পড়েন সাকিব। 

বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে এ বছর সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। ১৯ ওয়ানডেতে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে ৭ ওভার বোলিং করে নিয়েছেন ৩ উইকেট। শরীফুলের পর দ্বিতীয় স্থানে থাকা তাসকিন আহমেদ ২৬ উইকেট পেয়েছেন। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা মিরাজ ও সাকিব নিয়েছেন সমান ২৩টি করে উইকেট। মিরাজ ও সাকিব খেলেন ২৭ ও ২৩ ম্যাচ। এ বছরই সাকিব ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। 

২০২৩ সালে ওয়ানডেতে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটার
ব্যাটার                            ম্যাচ           রান         সর্বোচ্চ 
নাজমুল হোসেন শান্ত           ২৭             ৯৯২        ১১৭ 
মুশফিকুর রহিম                  ২৯            ৮৪৬        ১০০ *
সাকিব আল হাসান             ২৩             ৭৩৫         ৯৩ 
তাওহীদ হৃদয়                   ২৭             ৭২৭          ৯২ 
লিটন দাস                        ২৯            ৬৫১          ৭৬ 

২০২৩ সালে ওয়ানডেতে বাংলাদেশের সেরা পাঁচ বোলার 
 বোলার                  ম্যাচ            উইকেট        সেরা
শরীফুল ইসলাম         ১৯              ৩২            ৪/২১ 
তাসকিন আহমেদ       ১৮              ২৬           ৪/৪৪ 
মেহেদী হাসান মিরাজ   ২৭              ২৩          ৩/২৫ 
সাকিব আল হাসান      ২৩              ২৩          ৪/৩৫ 
হাসান মাহমুদ            ১৬              ২২           ৫/৩২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত