Ajker Patrika

ভারতকে একদিনেই ৪০০ রান করা দল বানাতে চান গম্ভীর

ভারতকে একদিনেই ৪০০ রান করা দল বানাতে চান গম্ভীর

টেস্টে এখন সারা দিন উইকেট কামড়ে পড়ার দিন শেষ। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস পাঁচ দিনের ক্রিকেটের সংজ্ঞায় পাল্টে দিয়েছেন। তাঁদের মস্তিষ্কপ্রসূত ‘বাজবল’ নতুন রোমাঞ্চ নিয়ে এসেছে ক্রিকেটে। টেস্টও খেলছে টি-টোয়েন্টি মেজাজে। 

লাল বলে ভারত দলকেও পাল্টে দিতে চান গৌতম গম্ভীর। দলকে একদিনেই ৪০০ রান করা দল বানাতে চান ভারতের কোচ। সদ্য বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার গম্ভীরের নতুন চ্যালেঞ্জ, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। 

সেই সিরিজের জন্য অপরিবর্তিত ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ভারত। আগামী ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টের আগে আজ গম্ভীর বলেছেন, ‘আমরা এমন দল হতে চাই যারা একদিন ৪০০ রান করতে পারে এবং ড্র করতে দুই দিন ব্যাট করতে পারে। এটাকে আপনি উন্নতি, অভিযোজন-প্রবণতা বলতেই পারেন, এটিকে আপনি টেস্ট ক্রিকেট বলতে পারেন। যদি আপনি একইভাবে খেলেন তবে আপনার কোনো উন্নতি হবে না।’ 

গম্ভীর আরও বলেন, ‘আমি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলতে চাই না। টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রত্যেক দলের নিজেদের মতাদর্শ ও পদ্ধতি আছে। আমি শুধু আমার দলের কথায় বলতে পারি। আমরা যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়, টেস্ট ড্র করার জন্য দুই দিন ব্যাট করতে হবে, তার জন্য আমাদের ড্রেসিংরুমে দুই দিন ব্যাট করার মতো খেলোয়াড় আছে। শেষ পর্যন্ত, আমাদের উদ্দেশ্য হলো ম্যাচ জেতা। তারপর যদি পরিস্থিতি দাঁড়ায় ম্যাচ ড্রয়ের জন্য খেলতে হবে তখন এসব বিকল্প আমাদের খোলা রাখতে হবে। এমন টেস্ট ক্রিকেট আমরা খেলতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত