২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলে কখনো পাকিস্তান শীর্ষে উঠছে। কখনোবা পাকিস্তানকে নামিয়ে শীর্ষে উঠে যাচ্ছে ভারত। শুধু তাই নয়, গ্রুপের আরেক দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান দল দুটি পড়েছে ‘এ’ গ্রুপে। ৮ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনই শুরু হয় ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে।আফগানিস্তানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে ভারত অনূর্ধ্ব-১৯ দল। একই দিন নেপালকেও ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত ও পাকিস্তান এরপর মুখোমুখি হয় ১০ ডিসেম্বর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের দেওয়া ২৬০ রানের লক্ষ্য পাকিস্তান জিতে যায় হেসেখেলে। ৩ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের যুবারা তখন ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়। একই দিনে নেপালকে ৭৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চলে আসে আফগানিস্তান। +১.৫৬৩ নেট রানরেট নিয়ে পাকিস্তান উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তিন নম্বরে থাকা আফগানদের নেট রানরেট হয়েছে + ০.২০৩।
এরই মধ্যে আজ ‘এ’ গ্রুপের শেষ দিনের ম্যাচ চলছে। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে বিধ্বস্ত করে শীর্ষে উঠে এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। নেপালের দেওয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৫৭ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পায়। নেপালের যুবারা আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। নেপালের নেট রানরেট এখন ৩.২০৭ ও +১.৮৫৬ নেট রানরেট নিয়ে শীর্ষে ভারত। দিনের অপর ম্যাচে দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে খেলছে পাকিস্তান ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিং করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৮ ওভারে ৩০৩ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেটে ৮৬ রান করেছে আফগানরা। পাকিস্তান জিতলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে যাচ্ছে। আফগান অনূর্ধ্ব-১৯ দল জিতলে তখন চলে আসবে সমীকরণের হিসাব।
২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলে কখনো পাকিস্তান শীর্ষে উঠছে। কখনোবা পাকিস্তানকে নামিয়ে শীর্ষে উঠে যাচ্ছে ভারত। শুধু তাই নয়, গ্রুপের আরেক দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান দল দুটি পড়েছে ‘এ’ গ্রুপে। ৮ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনই শুরু হয় ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে।আফগানিস্তানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে ভারত অনূর্ধ্ব-১৯ দল। একই দিন নেপালকেও ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত ও পাকিস্তান এরপর মুখোমুখি হয় ১০ ডিসেম্বর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের দেওয়া ২৬০ রানের লক্ষ্য পাকিস্তান জিতে যায় হেসেখেলে। ৩ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের যুবারা তখন ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়। একই দিনে নেপালকে ৭৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চলে আসে আফগানিস্তান। +১.৫৬৩ নেট রানরেট নিয়ে পাকিস্তান উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তিন নম্বরে থাকা আফগানদের নেট রানরেট হয়েছে + ০.২০৩।
এরই মধ্যে আজ ‘এ’ গ্রুপের শেষ দিনের ম্যাচ চলছে। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে বিধ্বস্ত করে শীর্ষে উঠে এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। নেপালের দেওয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৫৭ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পায়। নেপালের যুবারা আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। নেপালের নেট রানরেট এখন ৩.২০৭ ও +১.৮৫৬ নেট রানরেট নিয়ে শীর্ষে ভারত। দিনের অপর ম্যাচে দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে খেলছে পাকিস্তান ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিং করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৮ ওভারে ৩০৩ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেটে ৮৬ রান করেছে আফগানরা। পাকিস্তান জিতলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে যাচ্ছে। আফগান অনূর্ধ্ব-১৯ দল জিতলে তখন চলে আসবে সমীকরণের হিসাব।
সাকিব আল হাসান আপাতত দেশ থেকে দূরে, গত ১ বছর বিদেশেই খেলে বেড়াচ্ছেন। এখন যেমন খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। বাংলাদেশ সময় ভোর কিংবা গভীর রাতে মাঠে নামছেন তিনি, তবু সাকিবের খেলা দেখতে ঘড়ির কাঁটার দিকে তাকাতে হয় না! সাকিব মানেই নতুন মাইলফলক, নতুন অর্জন।
৬ ঘণ্টা আগেবিসিবির বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। এর মধ্যেই নয় মাসে দুবার সভাপতি পরিবর্তন হয়েছে। এখন দায়িত্বে আছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও ঘোষণা দিয়েছেন, মেয়াদ শেষে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন।
১০ ঘণ্টা আগেভারতের বিহারে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ছেলেদের হকি এশিয়া কাপ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। এই উপলক্ষে আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান
১০ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন থুইনুই মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রেয়া।
১১ ঘণ্টা আগে