এবারের বিপিএলে আর দেখা যাবে না শোয়েব মালিককে। পাকিস্তানি ব্যাটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। এতে এবারের বিপিএলের অধ্যায় শেষ হলো তাঁর ঢাকা পর্বের তিন ম্যাচ দিয়েই।
বিপিএলের শুরু থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার কথা ছিল মালিকের। কিন্তু পারিবারিক সমস্যার কারণে টুর্নামেন্টের অংশ হতে পারবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন তিনি। তাঁর না খেলার বিষয়ে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, হঠাৎ পারিবারিক কারণে দেশে ফিরেছেন মালিক। কিন্তু যাওয়ার সময় না ফেরার কোনো কথা ছিল না। তবে দেশে ফিরে মালিক জানিয়েছেন, পারিবারিক কারণে এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তাঁর।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তৃতীয় ম্যাচ খেলে দুবাইয়ে রওনা দিয়েছিলেন মালিক। সমস্যার সমাধান করে আবারও বরিশালের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। এর আগে বিপিএলে খেলতে নামার দিন তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে ক্রীড়াঙ্গনে হইচই ফেলে দিয়েছিলেন শোয়েব মালিক। তবে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলেও তাঁর মনোযোগ ছিল ক্রিকেটেই।
পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘোষণা দেওয়ার দিনই ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে নেমে ব্যাটিংয়ে অপরাজিত ১৭ রানের সঙ্গে বোলিংয়ে ১ উইকেট নেন শোয়েব। পরের দুই ম্যাচে অবশ্য তাঁর ছন্দটা ভালো ছিল না। দ্বিতীয় ম্যাচে করেছিলেন অপরাজিত ৫ আর শেষ ম্যাচে আউট হয়েছিলেন ৭ রানে। তাঁর বদলি হিসেবে পাকিস্তানের আরেক ব্যাটার আহমেদ শেহজাদকে দলে নিয়েছে বরিশাল।
এবারের বিপিএলে আর দেখা যাবে না শোয়েব মালিককে। পাকিস্তানি ব্যাটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। এতে এবারের বিপিএলের অধ্যায় শেষ হলো তাঁর ঢাকা পর্বের তিন ম্যাচ দিয়েই।
বিপিএলের শুরু থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার কথা ছিল মালিকের। কিন্তু পারিবারিক সমস্যার কারণে টুর্নামেন্টের অংশ হতে পারবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন তিনি। তাঁর না খেলার বিষয়ে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, হঠাৎ পারিবারিক কারণে দেশে ফিরেছেন মালিক। কিন্তু যাওয়ার সময় না ফেরার কোনো কথা ছিল না। তবে দেশে ফিরে মালিক জানিয়েছেন, পারিবারিক কারণে এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তাঁর।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তৃতীয় ম্যাচ খেলে দুবাইয়ে রওনা দিয়েছিলেন মালিক। সমস্যার সমাধান করে আবারও বরিশালের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। এর আগে বিপিএলে খেলতে নামার দিন তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে ক্রীড়াঙ্গনে হইচই ফেলে দিয়েছিলেন শোয়েব মালিক। তবে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলেও তাঁর মনোযোগ ছিল ক্রিকেটেই।
পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘোষণা দেওয়ার দিনই ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে নেমে ব্যাটিংয়ে অপরাজিত ১৭ রানের সঙ্গে বোলিংয়ে ১ উইকেট নেন শোয়েব। পরের দুই ম্যাচে অবশ্য তাঁর ছন্দটা ভালো ছিল না। দ্বিতীয় ম্যাচে করেছিলেন অপরাজিত ৫ আর শেষ ম্যাচে আউট হয়েছিলেন ৭ রানে। তাঁর বদলি হিসেবে পাকিস্তানের আরেক ব্যাটার আহমেদ শেহজাদকে দলে নিয়েছে বরিশাল।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে