এবারের বিপিএলে আর দেখা যাবে না শোয়েব মালিককে। পাকিস্তানি ব্যাটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। এতে এবারের বিপিএলের অধ্যায় শেষ হলো তাঁর ঢাকা পর্বের তিন ম্যাচ দিয়েই।
বিপিএলের শুরু থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার কথা ছিল মালিকের। কিন্তু পারিবারিক সমস্যার কারণে টুর্নামেন্টের অংশ হতে পারবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন তিনি। তাঁর না খেলার বিষয়ে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, হঠাৎ পারিবারিক কারণে দেশে ফিরেছেন মালিক। কিন্তু যাওয়ার সময় না ফেরার কোনো কথা ছিল না। তবে দেশে ফিরে মালিক জানিয়েছেন, পারিবারিক কারণে এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তাঁর।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তৃতীয় ম্যাচ খেলে দুবাইয়ে রওনা দিয়েছিলেন মালিক। সমস্যার সমাধান করে আবারও বরিশালের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। এর আগে বিপিএলে খেলতে নামার দিন তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে ক্রীড়াঙ্গনে হইচই ফেলে দিয়েছিলেন শোয়েব মালিক। তবে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলেও তাঁর মনোযোগ ছিল ক্রিকেটেই।
পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘোষণা দেওয়ার দিনই ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে নেমে ব্যাটিংয়ে অপরাজিত ১৭ রানের সঙ্গে বোলিংয়ে ১ উইকেট নেন শোয়েব। পরের দুই ম্যাচে অবশ্য তাঁর ছন্দটা ভালো ছিল না। দ্বিতীয় ম্যাচে করেছিলেন অপরাজিত ৫ আর শেষ ম্যাচে আউট হয়েছিলেন ৭ রানে। তাঁর বদলি হিসেবে পাকিস্তানের আরেক ব্যাটার আহমেদ শেহজাদকে দলে নিয়েছে বরিশাল।
এবারের বিপিএলে আর দেখা যাবে না শোয়েব মালিককে। পাকিস্তানি ব্যাটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। এতে এবারের বিপিএলের অধ্যায় শেষ হলো তাঁর ঢাকা পর্বের তিন ম্যাচ দিয়েই।
বিপিএলের শুরু থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার কথা ছিল মালিকের। কিন্তু পারিবারিক সমস্যার কারণে টুর্নামেন্টের অংশ হতে পারবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন তিনি। তাঁর না খেলার বিষয়ে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, হঠাৎ পারিবারিক কারণে দেশে ফিরেছেন মালিক। কিন্তু যাওয়ার সময় না ফেরার কোনো কথা ছিল না। তবে দেশে ফিরে মালিক জানিয়েছেন, পারিবারিক কারণে এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তাঁর।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তৃতীয় ম্যাচ খেলে দুবাইয়ে রওনা দিয়েছিলেন মালিক। সমস্যার সমাধান করে আবারও বরিশালের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। এর আগে বিপিএলে খেলতে নামার দিন তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে ক্রীড়াঙ্গনে হইচই ফেলে দিয়েছিলেন শোয়েব মালিক। তবে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলেও তাঁর মনোযোগ ছিল ক্রিকেটেই।
পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘোষণা দেওয়ার দিনই ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে নেমে ব্যাটিংয়ে অপরাজিত ১৭ রানের সঙ্গে বোলিংয়ে ১ উইকেট নেন শোয়েব। পরের দুই ম্যাচে অবশ্য তাঁর ছন্দটা ভালো ছিল না। দ্বিতীয় ম্যাচে করেছিলেন অপরাজিত ৫ আর শেষ ম্যাচে আউট হয়েছিলেন ৭ রানে। তাঁর বদলি হিসেবে পাকিস্তানের আরেক ব্যাটার আহমেদ শেহজাদকে দলে নিয়েছে বরিশাল।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে