Ajker Patrika

ফিরেছেন বাভুমা, টুর্নামেন্টে ফেরার লড়াইয়ে ব্যাটিংয়ে পাকিস্তান 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৫: ৩৯
ফিরেছেন বাভুমা, টুর্নামেন্টে ফেরার লড়াইয়ে ব্যাটিংয়ে পাকিস্তান 

২০২৩ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জেতার পর হেরেই চলেছে পাকিস্তান। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান—তিন দলের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাবর আজমের দল। জয়ের ধারায় ফিরতে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তান আজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অন্যদিকে অধিনায়ক হয়েই ফিরেছেন প্রোটিয়া ব্যাটার টেম্বা বাভুমা।

জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ছিটকে গেছেন হাসান আলি। তাঁর পরিবর্তে একাদশে এসেছেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আর লেগ স্পিনার উসামা মীরের পরিবর্তে একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। এ দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে পাকিস্তান। নওয়াজের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। পাশাপাশি ইফতিখার আহমেদের স্পিন বোলিংটাও রয়েছে। আর ওয়াসিমের সঙ্গে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ—তিন পেসার আছেন পাকিস্তানের একাদশে। টপ অর্ডারে আছেন আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক ও বাবর।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে এসেছে তিনটা পরিবর্তন। বাভুমা এসেছেন ওপেনার রিজা হেনড্রিকসের পরিবর্তে। ফিরেছেন চায়নাম্যান বোলার তাবরেইজ শামসি ও পেসার লুঙ্গি এনগিদি। তাতে বাদ পড়েছেন কাগিসো রাবাদা, লিজাড উইলিয়ামস এই দুই পেসার।

পাকিস্তানের একাদশ: 
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, হারিস রউফ।  

দক্ষিণ আফ্রিকার একাদশ:  
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, তাবরেইজ শামসি, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, জেরাল্ড কোয়েটজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত