Ajker Patrika

ভারত কি পারবে ১০ বছরের আফসোস দূর করতে

আপডেট : ০৭ জুন ২০২৩, ১৬: ০০
ভারত কি পারবে ১০ বছরের আফসোস দূর করতে

এবার কি মুক্তি মিলবে ভারতের? এমন প্রশ্নের মুখোমুখি দীর্ঘদিন ধরেই হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আইসিসির কোনো টুর্নামেন্ট এলে এই প্রশ্ন অবধারিতভাবেই আসে তাদের সামনে। 

ভারতের মতো দলের ক্ষেত্রে অবশ্য প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। কেননা, দীর্ঘ ১০ বছর ধরে তারা আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে না। সর্বশেষ ২০১৩ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর থেকে হতাশা সঙ্গী হয়েছে তাদের। 

আজ যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত খেলতে নামছে, তখন প্রশ্নটা আবারও ঘুরেফিরে আসছে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ীদের সামনে। প্রশ্নটা ভারতীয় ক্রিকেটারদের এতবার শুনতে হয়েছে যে গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা জানালেন, সর্বশেষ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপেও দীর্ঘ চ্যাম্পিয়ন-খরা না কাটানোর উত্তর দিয়েছেন তিনি। রোহিত বলেছেন, ‘আমরা জানি, কী জিতেছি আর কী হেরেছি। এ নিয়ে বারবার ভেবে লাভ নেই। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও আমাকে একই প্রশ্ন করা হয়েছিল এবং আমার উত্তর একই ছিল। খেলোয়াড়েরা জানে কখন কী করা প্রয়োজন।’ 

চ্যাম্পিয়ন না হওয়ার চাপটা ভারত এবারও অনুভব করছে কি না—এমন প্রশ্নের উত্তরে কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ‘না। একেবারই না। আইসিসি ট্রফি জেতার চেষ্টায় আমরা কোনো চাপ অনুভব করছি না। তবে আইসিসি টুর্নামেন্ট জিততে পারলে অবশ্যই ভালো লাগবে।’ 

এক দশকের শিরোপাখরা থাকলেও আইসিসির টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স কিন্তু খারাপ ছিল না। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর এখন পর্যন্ত ৮টি টুর্নামেন্ট খেলেছে ভারত। এর মধ্যে শুধু ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে তারা। বাকি টুর্নামেন্টের মধ্যে চারটিতে সেমিফাইনাল ও তিনটিতে রানার্সআপ হয়েছে। শুধু শিরোপা হাতে উদ্‌যাপনটাই করা হয়নি তাদের। 

নবমবারের মতো আইসিসির টুর্নামেন্টে সেই খরা কাটবে কি না—এখন সেটাই দেখার বিষয়। টেস্টে চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণেও ফাইনাল খেলেছিল ভারত। সেবার নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সব হিসাব চুকে নেওয়ার পালা। সেই লক্ষ্যে কথা জানিয়েছেন রোহিতও। 

রোহিত বলেছেন, ‘আমি বা আমার আগের যারা অধিনায়ক ছিল, সবাই ভারতীয় দলকে জয়ের সঙ্গে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যতটা সম্ভব চ্যাম্পিয়নশিপ জিততে চেয়েছে। আমারও চাওয়া একই। অনেক ম্যাচ জয়ের সঙ্গে চ্যাম্পিয়নশিপ জিততে চাই। এটার জন্যই আমরা খেলি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত