Ajker Patrika

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই উইলিয়ামসন

আপডেট : ১৯ জুন ২০২৪, ১০: ৩২
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই উইলিয়ামসন

২০২৪-২৫ মৌসুমে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেইন উইলিয়ামসন। একই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার কথাও চিন্তা করছেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না পারার কারণ উইলিয়ামসন নিজেই জানিয়েছেন। এনজেডসির এক বিজ্ঞপ্তিতে কিউই এই তারকা ব্যাটার বলেন, ‘দলকে সব সংস্করণে এগিয়ে নিতে আমি সব সময়ই আগ্রহী। দলের হয়ে অবদান রাখতে চাই। তবে নিউজিল্যান্ডের গ্রীষ্মে বিদেশের সুযোগগুলো আমি লুফে নিতে চাই। কেন্দ্রীয় চুক্তি তাই গ্রহণ করতে পারছি না। নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার কাছে অনেক বড় পাওয়া। দলের জন্য অফুরন্ত দেওয়ার ইচ্ছা রয়েছে। যা-ই হোক, ক্রিকেটের বাইরে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই এবং তাদের নিয়ে দেশ অথবা দেশের বাইরে অভিজ্ঞতা নেওয়া খুব গুরুত্বপূর্ণ মনে করছি।’

এ বছরের ডিসেম্বরে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং সেটা ২০২৫-এর ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। ২০২৫-এর জানুয়ারিতে তাহলে একই সঙ্গে বিগ ব্যাশসহ অস্ট্রেলিয়ার এসএ টোয়েন্টি, বিপিএল ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আইএল টি-টোয়েন্টি হওয়ার কথা। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও হতে পারে একই সময়ে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো শেষ হতে না হতেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। হয়তোবা টি-টোয়েন্টি লিগগুলোতে দেখা যেতে পারে উইলিয়ামসনকে।

এনজেডসির প্রধান নির্বাহী স্কট উইনিঙ্কের মতে, উইলিয়ামসনের অন্যান্য ব্যাপার নিয়েও চিন্তা-ভাবনার অধিকার রয়েছে। উইনিঙ্ক বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কেনকে ব্যস্ত রাখার এটাই ভালো উপায়। যাতে করে সে বর্তমান ও আগামীতে দলের জন্য নিজের সেরাটা দিতে পারে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা খুবই কম। এর বাইরে সে তো নিউজিল্যান্ডের জার্সিতে খেলার জন্য থাকছেই। অনেক চিন্তাভাবনা করে কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় বাছাই করে এনজেডসি।’

২০২২-এর ডিসেম্বরে নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন উইলিয়ামসন। বর্তমানে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে কিউইরা। তাতে ১০ বছর পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির আগেই বিদায়ঘণ্টা বাজল ব্ল্যাকক্যাপসদের। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কি না, সে ব্যাপারেও অনিশ্চিত তিনি। তবে এবার কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ভবিষ্যতে তিনি এই চুক্তি নিতে নিজেকে উন্মুক্ত রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত