প্রথম দিনের ৩৫ ওভারের পর দুই দিনের বেশি সময় খেলা হয়নি বৃষ্টির প্রভাবে। না হওয়া আড়াই দিনের খেলা এক দিনেই পুষিয়ে দিল বাংলাদেশ ও ভারত। কানপুর টেস্ট এখন শেষ দিনের রোমাঞ্চে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফল আসারও।
গ্রিন পার্কে আজ চতুর্থ দিন ক্ষণে ক্ষণে রং বদলাতে দেখেছেন মেহেদী হাসান মিরাজ। স্বীকার করে নিলেন, কানপুর টেস্টে একদমই নতুন এক অভিজ্ঞতা তাঁর জন্য। ব্যাপারটিকে আরেক শিক্ষা হিসেবে উল্লেখ করলেন এই অলরাউন্ডার, ‘টেস্ট ক্রিকেটে অনেক সময় এমন পরিস্থিতি আসে। যেহেতু খেলা দুদিনে শেষ হচ্ছে। আগের দুদিন বৃষ্টির কারণে হয়নি। এ রকম পরিস্থিতি কখনো হয়নি। এখান থেকে আমর নতুন অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পেরেছি।’
পুরো দিনে ছিল উইকেট বৃষ্টি আর ছক্কা-চারের ফুলঝুরি—১২ ছক্কা, ৬০ টির মতো চার, ১৮ উইকেট, ৪৩৭ রান। মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। তাণ্ডব চালিয়ে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। বড় সংগ্রহের পথেই হাঁটছিল তারা। সাকিব আল হাসান ও মিরাজ ঘূর্ণি জাদুতে টানেন লাগাম।
সাকিব-মিরাজ দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। ভারতের ব্যাটিংয়ের ধরনকে টি-টোয়েন্টি বললেন মিরাজ, ‘দেখেন টেস্টে সব সময় যেকোনো দৃশ্য দেখা যায়। আজ যেরকম খেলা হয়েছে, টি-টোয়েন্টির মতোই হয়েছে। জেতার জন্য খেলেছে। সবাই রানের জন্য খেলেছে। আমরা চেষ্টা করেছি তাদের রান কীভাবে আটকানো যায়। তারা নম্বর ওয়ান দল। বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের দলে। কৃতিত্ব তো দিতেই হবে।’ ভারত ওভারপ্রতি রান তুলেছে ৮.২২ হারে।
৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকেরা এখনো এগিয়ে ২৬ রানে। স্বাভাবিকভাবেই কিছুটা পিছিয়ে সফরকারীরা। কাল শেষ দিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে হয়তো অন্তত হারবে না তারা। প্রথম ইনিংসের মতো ধসে পড়লে ধবলধোলাই এড়ানো কঠিনই হবে শান্তদের।
মিরাজ অবশ্য এখনো এখনই দলকে পিছিয়ে রাখতে নারাজ, ‘টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। আমরা যে হেরে গেছি, তা কিন্তু নয়। এ রকম অনেক ম্যাচ আমরা জিতেছিও, ভালো করেছি। আমাদের সুযোগ আছে। উইকেট এখনো ভালো আছে। চ্যালেঞ্জিং হবে। তবে যারা আছে, ওপর থেকে একটা ভালো জুটি হলে, একটা সেশন দায়িত্ব নিয়ে যদি ব্যাটিং করতে পারি আমাদের ভালো হবে। এখনো কালকের দিন আছে, এখনই এ রকম চিন্তা না করি।’
প্রথম দিনের ৩৫ ওভারের পর দুই দিনের বেশি সময় খেলা হয়নি বৃষ্টির প্রভাবে। না হওয়া আড়াই দিনের খেলা এক দিনেই পুষিয়ে দিল বাংলাদেশ ও ভারত। কানপুর টেস্ট এখন শেষ দিনের রোমাঞ্চে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফল আসারও।
গ্রিন পার্কে আজ চতুর্থ দিন ক্ষণে ক্ষণে রং বদলাতে দেখেছেন মেহেদী হাসান মিরাজ। স্বীকার করে নিলেন, কানপুর টেস্টে একদমই নতুন এক অভিজ্ঞতা তাঁর জন্য। ব্যাপারটিকে আরেক শিক্ষা হিসেবে উল্লেখ করলেন এই অলরাউন্ডার, ‘টেস্ট ক্রিকেটে অনেক সময় এমন পরিস্থিতি আসে। যেহেতু খেলা দুদিনে শেষ হচ্ছে। আগের দুদিন বৃষ্টির কারণে হয়নি। এ রকম পরিস্থিতি কখনো হয়নি। এখান থেকে আমর নতুন অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পেরেছি।’
পুরো দিনে ছিল উইকেট বৃষ্টি আর ছক্কা-চারের ফুলঝুরি—১২ ছক্কা, ৬০ টির মতো চার, ১৮ উইকেট, ৪৩৭ রান। মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। তাণ্ডব চালিয়ে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। বড় সংগ্রহের পথেই হাঁটছিল তারা। সাকিব আল হাসান ও মিরাজ ঘূর্ণি জাদুতে টানেন লাগাম।
সাকিব-মিরাজ দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। ভারতের ব্যাটিংয়ের ধরনকে টি-টোয়েন্টি বললেন মিরাজ, ‘দেখেন টেস্টে সব সময় যেকোনো দৃশ্য দেখা যায়। আজ যেরকম খেলা হয়েছে, টি-টোয়েন্টির মতোই হয়েছে। জেতার জন্য খেলেছে। সবাই রানের জন্য খেলেছে। আমরা চেষ্টা করেছি তাদের রান কীভাবে আটকানো যায়। তারা নম্বর ওয়ান দল। বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের দলে। কৃতিত্ব তো দিতেই হবে।’ ভারত ওভারপ্রতি রান তুলেছে ৮.২২ হারে।
৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকেরা এখনো এগিয়ে ২৬ রানে। স্বাভাবিকভাবেই কিছুটা পিছিয়ে সফরকারীরা। কাল শেষ দিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে হয়তো অন্তত হারবে না তারা। প্রথম ইনিংসের মতো ধসে পড়লে ধবলধোলাই এড়ানো কঠিনই হবে শান্তদের।
মিরাজ অবশ্য এখনো এখনই দলকে পিছিয়ে রাখতে নারাজ, ‘টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। আমরা যে হেরে গেছি, তা কিন্তু নয়। এ রকম অনেক ম্যাচ আমরা জিতেছিও, ভালো করেছি। আমাদের সুযোগ আছে। উইকেট এখনো ভালো আছে। চ্যালেঞ্জিং হবে। তবে যারা আছে, ওপর থেকে একটা ভালো জুটি হলে, একটা সেশন দায়িত্ব নিয়ে যদি ব্যাটিং করতে পারি আমাদের ভালো হবে। এখনো কালকের দিন আছে, এখনই এ রকম চিন্তা না করি।’
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
৭ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
১১ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে