Ajker Patrika

সৌম্য ফিরলেন শূন্য রানে

সৌম্য ফিরলেন শূন্য রানে

ওয়ানডেতে ২ বছর পর দলে ফিরেছেন সৌম্য সরকার। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ফেরাটা সুখকর হলো না বাঁহাতি ব্যাটারের। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। 

কিন্তু আজ ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ডাক মারলেন সৌম্য। এ নিয়ে ওয়ানডেতে ৭ বার ডাক মারলেন তিনি। আর সব মিলিয়ে ১৭ বার শূন্য রানে ফিরলেন। মিরপুরে ২ বলে ০ রানে ফিরেছেন ইশ সোধির বলে। কিউই লেগ স্পিনারের করা বলে সরাসরি তাঁকেই ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন সৌম্য। এতে করে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা যেন হেলায় নষ্ট করলেন তিনি। 

২৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬০ রানে ২ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চাপে ঠিক সে সময় চারে নামেন সৌম্য। দলকে সহায়তা করার বিপরীতে উল্টো শূন্য রানে ফিরে গেলেন তিনি। তাঁর দেখানো পথে দ্রুত ফিরে গেছেন তাওহীদ হৃদয়ও। উদীয়মান ব্যাটার ৭ বলে ৪ রান করে ফিরেছেন সোধির বলেই। 

সৌম্য শূন্য রানে ফিরলেও ফিফটির পথে আছেন কিউইদের বিপক্ষে ফেরা তামিম ইকবাল। ৪৮ বলে ৩৯ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক। বাঁহাতি ব্যাটারের সঙ্গে ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটারও এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন। ৪ বলে ১ রানে অপরাজিত আছেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের ৪ উইকেটে ৭২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত