Ajker Patrika

জন্মদিনে সাকিব চালু করলেন ক্যানসার ফাউন্ডেশন

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৯: ৩৩
জন্মদিনে সাকিব চালু করলেন ক্যানসার ফাউন্ডেশন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের আজ ৩৬ তম জন্মদিন। নিজের শুভ দিনেই মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন তিনি। 

দেশের সুবিধাবঞ্চিত ক্যানসার রোগীদের জন্য নিজের নামে চালু করেছেন ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’। ফাউন্ডেশন উদ্বোধন করার সময় সাকিব বলেছেন, ‘মাহে রমজানের প্রথম দিন, আজকে আবার জুমার দিন, আজ আমার জন্মদিন। আরও একটি কারণে আজকের দিনটি আমার কাছে বিশেষ, সেটি হলো-‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ চালু হলো আজ থেকে।’ 

ক্যানসার একটি মরণব্যাধি রোগ এবং এর চিকিৎসা খরচও ব্যয়বহুল উল্লেখ করে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাকিব। তিনি বলেছেন, ‘ক্যানসার অনেক ব্যয়বহুল চিকিৎসা, এটা আপনারা জানেন। তাই এটি এগিয়ে নিতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি অনুরোধ করব, আপনারা সবাই পাশে থাকবেন।’ 

প্রথমবারের মতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন সাকিব এমনটা নয়। স্বল্প আয়ের মানুষের সুস্বাস্থ্য, সুবিধাবঞ্চিতদের জীবনযাত্রার মান উন্নয়ন ও শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। যার মাধ্যমে অনেক মানুষ সেবাও পেয়েছেন। এবার আরও বড় উদ্যোগ নিয়েছেন টেস্ট ও টি টোয়েন্টির অধিনায়ক। 

ঢাকার পাঁচতারকা হোটেলে রেডিসন ব্লুতে আজ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন সাকিব আল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর সঞ্চালকের ভূমিকায় ছিলেন নাজমুল আবেদীন ফাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত