Ajker Patrika

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট

ক্রীড়া ডেস্ক    
নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিরিজের ট্রফি উন্মোচন করছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ছবি: বিসিবি
নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিরিজের ট্রফি উন্মোচন করছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ছবি: বিসিবি

আগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর বিষয়টি নিশ্চিত করেছে বিটিভি।

শুধু টিভিতেই নয় এই সিরিজ সরাসরি সম্প্রচারিত হবে বিটিভি নিউজ এবং বিটিভির নিজস্ব মোবাইল অ্যাপেও। প্লে–স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে বিটিভির অ্যাপ ডাউনলোড করে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজ।

বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো এর আগে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির মাধ্যমে টি স্পোর্টস এবং জিটিভি সরাসরি সম্প্রচার করত। কিন্তু গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।

সম্প্রচার স্বত্ব প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিষয়টা গোড়া থেকে বদলাতে হবে। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ঘরোয়া এবং আন্তর্জাতিক সব জায়গাতেই মন্দা যাচ্ছে। (রাজনৈতিক) পটপরিবর্তনের পর সময় লাগছে।’

বিটিভির পাশাপাশি অন্য কোনো বেসরকারি চ্যানেলে খেলা দেখানোর চেষ্টাও বিসিবি করছে বলে জানিয়েছেন ফারুক। তিনি বলেন, ‘এখনো কথা চলছে অন্য কোনো চ্যানেল পাওয়া যায় কি না। এই ম্যাচ যদি না-ও দেখাতে পারি, পরের ম্যাচটি চেষ্টা করব। এ ছাড়া আগামী আড়াই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির ব্যাপারও আছে। ওটার জন্য টেন্ডার তৈরি করে ফেলেছি আমরা। সেখানেও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত