Ajker Patrika

‘সাকিব কীভাবে রাজনীতি-ক্রিকেট সামলাবেন পুরোটাই তাঁর ব্যাপার’

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৭: ৫৮
‘সাকিব কীভাবে রাজনীতি-ক্রিকেট সামলাবেন পুরোটাই তাঁর ব্যাপার’

এক সাকিব আল হাসানের কতই না পরিচয়। ক্রিকেটারের পরিচয় ছাপিয়ে তাঁকে একেকজন ডাকেন একেক নামে। যেখানে ক্রিকেট মাঠের চেয়ে রাজনীতিবিদের দায়িত্ব পালন করা অনেক কঠিন। দুটি দায়িত্ব সাকিব কীভাবে সামলাবেন, সেটা তাঁর ওপরই ছেড়ে দিলেন এনামুল হক বিজয়। 

এ বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন সাকিব। সেই পরিচয়ও তাঁর বেশি দিন টিকল না। দেশে গণঅভ্যুত্থানে সোমবার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সেদিনই সাকিবের পার্টি অফিসে আগুন দেন বিক্ষোভকারীরা। পরের দিন (মঙ্গলবার) সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাকিব এখন কী করবেন, সেই প্রশ্ন এসেছে বিজয়ের কাছে। মিরপুরে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বিজয় বলেন, ‘আসলে অনেক মানুষকে আমরা দেখে আসছি। তাঁদের পরিকল্পনাও থাকে বিভিন্ন রকম। একেক জনের মাথায় একেকরকম চিন্তা আসে। আপনি যে প্রশ্ন করেছেন, সেটার উত্তর আরেকজন আরেকভাবে দেবেন। আমি একরকম দেব। তো তিনি (সাকিব) কী চাচ্ছেন, কীভাবে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করবেন, কীভাবে খেলাটা চালাবেন, কীভাবে রাজনীতি চালাবেন একদমই তাঁর ব্যক্তিগত বিষয়।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ২৯ জুন। আইসিসির ইভেন্ট শেষে দেড় মাসের লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে বাংলাদেশের। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম দল। এরই মাঝে পাকিস্তানেই শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন বিজয়। সাকিবের প্রসঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক বলেন, ‘আমরা যখন তাঁকে মাঠে পাব, ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই। ব্যক্তি হিসেবে চাই। তাই আমি মনে করি, যখন তিনি ক্রিকেটে আসবেন, ক্রিকেটের বড় ভাই হিসেবে তাঁকে চাই।’ 

এক মাসেরও বেশি সময় বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছিল। শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয় থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে বার্তা দিয়েছেন। সাকিব কোনো পোস্ট দেননি সামাজিক মাধ্যমে। সুদূর কানাডায় সাকিবের নীরবতা নিয়ে যখন প্রবাসী এক বাংলাদেশি প্রশ্ন করেন, তখন ভক্তের সঙ্গে তাঁর বাক বিতণ্ডা হয়। সেই বাক বিতণ্ডার এক মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বিজয় ‘এ’ দলের অধিনায়ক হলেও সাকিবকে নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেছেন বারবার। এখানে কৌশলী উত্তর দিয়েছেন বিজয়। 

চারপাশে একের পর এক মৃত্যুর সংবাদ শোনা যাচ্ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। সেই সময় কাছের এক ছোট ভাইকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন বিজয়। সামাজিক মাধ্যমে তখন পোস্ট করেছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। সেই কঠিন সময় কীভাবে পার করেছেন, আজ বলেছেন বিজয়, ‘তার (ছোট ভাই) কথা চিন্তা করে দিন পার করেছি। তার বাসায় দেখার সুযোগ হচ্ছিল না। সেজন্য তাঁকে নিয়ে পোস্ট করেছি। চাইনি তেমন একটা অশান্তি তৈরি হোক। তবে আরেকজন অন্যভাবে চিন্তা করছে। সে যেভাবে চিন্তা করবে, আমি সেভাবে চিন্তা করব না।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত