Ajker Patrika

বোলারদের ঘুম কেড়ে নেওয়া রিজওয়ান নিজে আরামে ঘুমাতে নিয়ে এলেন বালিশ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৬: ০৪
বোলারদের ঘুম কেড়ে নেওয়া রিজওয়ান নিজে আরামে ঘুমাতে নিয়ে এলেন বালিশ!

বলতে গেলে বোলারদের ঘুমই কেড়ে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। গত এক বছরে পাকিস্তান টি-টোয়েন্টি ওপেনারের ব্যাটিং রেকর্ড তো তাই বলছে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে করেছেন সহস্রাধিক রান।

বোলারদের ঘুম কেড়ে নেওয়া সেই রিজওয়ান বাংলাদেশে নিয়ে এসেছেন একটি বালিশ! তিনটি টি–টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে আজ সকালে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল।

বিমানবন্দরে পাকিস্তান দলের দলের তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে একটি সাদা কাপড়ে মোড়ানো বালিশ দুই হাত দিয়ে বুকে জড়িয়ে হাঁটছেন রিজওয়ান। 

বিমান কিংবা বাসে আরামে বসার জন্য এই বালিশ, না রাতে ঘুমানোর সময় মাথার নিচে দেওয়ার জন্য—তা অবশ্য জানা যায়নি। তবে এক পাকিস্তানি সাংবাদিক একবার জানিয়েছিলেন, মোহাম্মদ হাফিজ ও রিজওয়ান সফরে যাওয়ার সময় নিজেদের বালিশ সঙ্গে নিয়ে যান। 

বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে রানের ফোয়ারা ছোটাচ্ছেন রিজওয়ান। বিশ্বকাপেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। আসন্ন সিরিজেও তো হয়ে উঠতে পারেন বাংলাদেশের বোলারদের আতঙ্ক। বোলারদের ঘুম কেড়ে নিলেও নিজের ঘুমটা হয়তো ঠিকঠাক সারতে চান দু রাত আইসিইউতে কাটিয়ে সেমিফাইনালে নেমে পড়া রিজওয়ান। সে জন্যই কি আরব আমিরাত থেকে বালিশটি ফেরি করে ঢাকায় নিয়ে এলেন? 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত