Ajker Patrika

কোহলির ব্যাটে আরও ৩০ সেঞ্চুরি চাইলেন, শোয়েব

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৪৬
কোহলির ব্যাটে আরও ৩০ সেঞ্চুরি চাইলেন, শোয়েব

এশিয়া কাপে ছন্দে ফিরতে শুরু করেছেন বিরাট কোহলি। দুই ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৩৫ রান করার পর হংকংয়ের বিপক্ষে করেছেন ৫৯ রান। ছন্দে ফিরতে মরিয়া কোহলির কাছে এই সময়েই পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের আবদার আরও ৩০ সেঞ্চুরি। তাঁর চাওয়া, কোহলি যেন আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ড ভাঙেন। 

এশিয়া কাপে আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দলের রুদ্ধশ্বাস লড়াইয়ের আগে নিজের ইউটিউব চ্যানেলে কোহলির কাছে এমন আবদার করেছেন শোয়েব। তাঁর বিশ্বাস, ১০০ সেঞ্চুরির জন্য ভারতীয় ব্যাটার হয়তো যেকোনো একটি সংস্করণ বাদও দিতে পারেন। এর জন্য তিনি কোহলিকে একটি পরামর্শও দিয়েছেন, ভারতের সাবেক অধিনায়ক যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করেন। তিনি বলেছেন, ‘কোহলি সত্যি ভালোভাবে বল মাঝ ব্যাটে লাগাতে পারছে না। তার দুই ইনিংস ছিল বেশ এলোমেলো। সে পাকিস্তানের বিপক্ষে ৫৯ রান করেছে, এর জন্য শুভকামনা জানাচ্ছি। তার কাছে আমার একমাত্র পরামর্শ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করা। এই সংস্করণে তুমি মানিয়ে নিতে পারো বা না পারো। তোমাকে আরও ৩০ সেঞ্চুরি করতে হবে।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে কোহলির সেঞ্চুরি ৭০টি। ২০১৯ সালে শেষবার সেঞ্চুরি করেছিলেন টেস্টে বাংলাদেশের বিপক্ষে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীনের রেকর্ড ভাঙতে হলে তাঁর আরও ৩১ সেঞ্চুরি লাগবে। ৩৩ বছর বয়সী ক্রিকেটারের জন্য শচীনের রেকর্ড ভাঙা কঠিন হবে এমনটা জানার পরও তার ওপর আস্থা রাখছেন শোয়েব। সর্বোচ্চ গতির বোলার বলেছেন, ‘তোমাকে সর্বকালের সেরা খেলোয়াড় হতে হবে। এ জন্য নিজেকে বোঝাতে হবে যে তুমি এখন সেরা। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের কঠিন ৩০ সেঞ্চুরি। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে সে নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাবে। সংক্ষিপ্ত সংস্করণে চেষ্টা করছে, কিন্তু সময় কম। এখানে ভালো স্ট্রাইক রেট বজায় রাখার সঙ্গে দলের জয়ও নিশ্চিত করতে হয়। সে খুবই ইতিবাচক ও আক্রমণাত্মক খেলোয়াড়। সে একজন দুর্দান্ত ক্রিকেটার। আমি সত্যি চাই সে ১০০ সেঞ্চুরি করুক এবং শচীনের রেকর্ড ভেঙে দিক। এটা এখন অসম্ভব বলে মনে হচ্ছে, কিন্তু সে করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত