Ajker Patrika

রশিদ-মুজিবরা বুঝলেন লিটন কী জিনিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪০
রশিদ-মুজিবরা বুঝলেন লিটন কী জিনিস

ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন লিটন দাস। বাংলাদেশের সবশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সাত মাস পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। তার সেঞ্চুরি রাঙানো ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে স্বাগতিকেরা।

আজ শুক্রবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে এসে শুরু থেকে দেখে শুনে ব্যাটিং করেন লিটন। এক প্রান্তে তামিম ইকবাল ও সাকিব আল হাসান বিদায় নিলেও অন্য প্রান্তে উইকেট আগলে ব্যাট চালিয়ে যান তিনি।

৬৫ বলে ৮ চারে অর্ধশতকের পর বাউন্ডারি হাঁকানোতে মনোযোগ দেন লিটন। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে আফগান বোলারদের চোখ রাঙিয়ে ব্যাট করেন তিনি। পরের ৫০ করতে খুব বেশি বল খেলেননি লিটন। ১০৭ বলেই ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন তিনি। 

লিটন এর আগে শতক পেয়েছিলেন জিম্বাবুয়ের মাটিতে ২০২১ সালের জুলাইতে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৯১ বলে করেছিলেন ১০২ রান। পরের দুই ম্যাচে ২১ ও ৩১ রানের দুটি ইনিংস খেলেন তিনি। যদিও আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ১২ বলে করেন মাত্র ১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত