অনলাইন ডেস্ক
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। শহরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে শৈশবের দৌড়ঝাঁপ করা তামিমের ক্রিকেটীয় যাত্রা শুরুও এই শহরের ছোট গলি থেকেই। এক সময় চিটাগং কিংস ও চিটাগাং ভাইকিংসের জার্সিতে বিপিএল মাতিয়েছেন তিনি। তবে এখন আর তিনি চিটাগং দলের নন। সবশেষ তিন আসরে ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার দলটির অধিনায়কও তামিম।
তামিম ফরচুন বরিশালের হয়ে খেললেও তাঁর প্রতি চট্টলার দর্শকদের ভালোবাসার একটা জায়গা রয়েই গেছে। যা দেখা গেছে বিপিএলের চট্টগ্রাম পর্বে। চট্টগ্রাম কিংসের খেলা না থাকলেও বরিশালের ম্যাচে মাঠে ছিল দর্শকের ঢল। তামিমকে এক নজর দেখতে এবং তাঁর ব্যাটিং উপভোগ করতে লাল জার্সি পরে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। তামিম মাঠে থাকলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিণত হতো উৎসবমুখর পরিবেশে।
তামিম যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন পুরো গ্যালারির মনোযোগ থাকে তাঁর দিকেই। নীল-সাদা জার্সির দর্শকেরা তখনো হয়ে যান লাল জার্সি পরিহিত তামিমের ভক্ত।
এবারের বিপিএল ফাইনালে তামিমের বরিশাল মুখোমুখি হবে তার পুরোনো দল চিটাগং কিংসের। ২০১২ ও ২০১৩ মৌসুমে এই দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন তামিম। সেই স্মৃতি আজও উজ্জ্বল তাঁর মনে। তবে এবার তিনি প্রতিপক্ষ, বরিশালের নেতৃত্বে চট্টগ্রামের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবেন।
তো আজ ফাইনালে চট্টলার দর্শকদের কাছে কী চাওয়া তাঁর? তামিম বললেন, ‘আমার কাছে মনে হয়, চট্টগ্রামের মানুষের চিটাগং কিংসকেই সমর্থন করা উচিত। তবে আমি ব্যাটিংয়ে নামলে তাঁরা আমাকে একটু চিয়ারআপ করতে পারেন। চিটাগং পুরো লিগে দুর্দান্ত খেলেছে, তাদের সমর্থনই বেশি প্রাপ্য।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। শহরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে শৈশবের দৌড়ঝাঁপ করা তামিমের ক্রিকেটীয় যাত্রা শুরুও এই শহরের ছোট গলি থেকেই। এক সময় চিটাগং কিংস ও চিটাগাং ভাইকিংসের জার্সিতে বিপিএল মাতিয়েছেন তিনি। তবে এখন আর তিনি চিটাগং দলের নন। সবশেষ তিন আসরে ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার দলটির অধিনায়কও তামিম।
তামিম ফরচুন বরিশালের হয়ে খেললেও তাঁর প্রতি চট্টলার দর্শকদের ভালোবাসার একটা জায়গা রয়েই গেছে। যা দেখা গেছে বিপিএলের চট্টগ্রাম পর্বে। চট্টগ্রাম কিংসের খেলা না থাকলেও বরিশালের ম্যাচে মাঠে ছিল দর্শকের ঢল। তামিমকে এক নজর দেখতে এবং তাঁর ব্যাটিং উপভোগ করতে লাল জার্সি পরে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। তামিম মাঠে থাকলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিণত হতো উৎসবমুখর পরিবেশে।
তামিম যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন পুরো গ্যালারির মনোযোগ থাকে তাঁর দিকেই। নীল-সাদা জার্সির দর্শকেরা তখনো হয়ে যান লাল জার্সি পরিহিত তামিমের ভক্ত।
এবারের বিপিএল ফাইনালে তামিমের বরিশাল মুখোমুখি হবে তার পুরোনো দল চিটাগং কিংসের। ২০১২ ও ২০১৩ মৌসুমে এই দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন তামিম। সেই স্মৃতি আজও উজ্জ্বল তাঁর মনে। তবে এবার তিনি প্রতিপক্ষ, বরিশালের নেতৃত্বে চট্টগ্রামের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবেন।
তো আজ ফাইনালে চট্টলার দর্শকদের কাছে কী চাওয়া তাঁর? তামিম বললেন, ‘আমার কাছে মনে হয়, চট্টগ্রামের মানুষের চিটাগং কিংসকেই সমর্থন করা উচিত। তবে আমি ব্যাটিংয়ে নামলে তাঁরা আমাকে একটু চিয়ারআপ করতে পারেন। চিটাগং পুরো লিগে দুর্দান্ত খেলেছে, তাদের সমর্থনই বেশি প্রাপ্য।’
২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
১৯ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে