Ajker Patrika

কলম্বোয় বিশ্রামে দল, ঢাকায় সাকিব-মুশফিক

নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪০
কলম্বোয় বিশ্রামে দল, ঢাকায় সাকিব-মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে মুশফিকুর রহিম দেশে ফিরবেন এটা আগেই জানা গিয়েছিল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য দেশে আসছেন উইকেটরক্ষক ব্যাটার। তিনি শুধু একাই নন, সঙ্গে সাকিব আল হাসানও আজ দুপুরে দেশে ফিরেছেন।

১৫ সেপ্টেম্বরের আগে বাংলাদেশের কোনো ম্যাচ না থাকায় ব্যক্তিগত কাজে ঢাকায় ফিরেছেন সাকিব। ফ্লাইটে দুই দেশের দূরত্ব তিন ঘণ্টার। বিরতিতে তাই ঢাকায় চলে গেছেন সাকিব ৷ কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে দলের সঙ্গে যোগ দেবেন দুজনই।

সুপার ফোরের প্রথম দুই ম্যাচ হারায় বাংলাদেশের এশিয়া কাপ একপ্রকার শেষ। আজ থেকে তিন দিনের বিশ্রামে থাকবে বাংলাদেশ দল। এই তিন দিনে কোনো অনুশীলন সূচি রাখেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিজেদের মতো খেলোয়াড়েরা হোটেলে জিম-সুইমিং করে সময় কাটাবেন। আর যাঁরা ছোটখাটো চোটে ভুগছেন, তাঁরা প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।

গতকাল কলম্বোর প্রেমাদাসায় এভাবেই শ্রীরামের সঙ্গে দেখা হয়ে গেল সাকিবের ৷ ছবি: বিসিবিদলীয় কার্যক্রম না থাকলেও হাথুরু ব্যক্তিগতভাবে কিছু খেলোয়াড়ের সঙ্গে বসবেন। যাঁরা নিজেদের মেলে ধরতে পারছেন না এমন ক্রিকেটারদের সঙ্গে। সর্বশেষ দুই ম্যাচের পারফরম্যান্সে তাঁর খুশি থাকার কথা নয় ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত