Ajker Patrika

পরের বিশ্বকাপেও খেলার আশা রুটের

পরের বিশ্বকাপেও খেলার আশা রুটের

কথায় আছে, মনের জোরে সবই সম্ভব। জো রুটও সেই জোর দেখাতে চান জো। ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চান। নিজের অবসর নেওয়ার বিষয়ে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। 

বিশ্বকাপ শেষেই নতুন বসন্তে পা দেবেন রুট। বয়স ৩২ বেড়ে ৩৩ হবে। বয়স বেড়ে যাওয়ায় তাই ইংল্যান্ড ব্যাটারের অবসর নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই ধারণা করছেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। 

তবে অন্যদের আলোচনায় কান দিচ্ছেন না রুট। সরাসরি না বললেও আকার–ইঙ্গিতে আগামী বিশ্বকাপের কথা খেলার ইচ্ছাই প্রকাশ করেছেন তিনি। বিশ্বকাপ শেষে ব্যাট–প্যাড তুলে রাখবেন কিনা এমন প্রশ্নের উত্তরে সর্বশেষ বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘না, সামনে আরও খেলতে চাই। এখনো ৪ বছর খেলতে ভালোবাসি। দৃশ্যগুলো চিরতরে পরিবর্তিত হয়। তবে নিজেকে সেখানে দেখতে পারি না। যথেষ্ট ভালো না হলে এমনটা বলতাম না।’ 

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন রুট। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ফিফটি করেছেন তিনি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারলেও ৭৭ রানে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছেন ৮২ রান। আফগানিস্তানের বিপক্ষে আজ অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। মুজিব উর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ১১ রান করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত