Ajker Patrika

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৪
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া

তালেবান সরকার আফগানিস্তানের নারীদের অধিকার নিশ্চিত করছে না বলে দলটির সঙ্গে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে করে পূর্বনির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আর খেলা হচ্ছে না। আজ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী মার্চে আরব আমিরাতে হওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করেই সিরিজটি বাতিল করেছে বলে জানিয়েছে সিএ। দেশটির ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘সাম্প্রতিক সময়ে তালেবানের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নারী ও মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করেছে।’ 

সিএ বিবৃতিতে আরও জানিয়েছে, ‘আফগানিস্তানসহ পুরো বিশ্বে পুরুষ ও নারীদের খেলার উন্নয়নে সমর্থন করে সিএ। দেশটির নারী ও মেয়েদের অবস্থার উন্নতির জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব।’ সিদ্ধান্ত নিতে সমর্থন দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদও জানিয়েছে সিএ। 

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল এবারই প্রথম এমনটা নয় অস্ট্রেলিয়ার। অতীতেও করেছে দলটি। একই কারণে ২০২১ সালের নভেম্বরের একমাত্র টেস্ট বাতিল করেছিল তারা।

এবারের সিরিজটি আইসিসির সুপার লিগের অংশ হওয়ায় পুরো ৩০ পয়েন্ট পাবে আফগানিস্তান। আইসিসির নিয়মে আছে, যে দল সিরিজ বাতিল করবে, তার পুরো পয়েন্ট প্রতিপক্ষ দল পাবে। এতে অবশ্য এ বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার কোনো সমস্যাও হবে না। কেননা, দলটি আগেই অক্টোবরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ভারত সফর শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজটি খেলার কথা ছিল দলটির। সিএর ঘোষণায় সিরিজটি আর হচ্ছে না। 

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তান ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী ও মেয়েদের খেলাধুলা, পড়াশোনা ও চাকরির ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত