ক্রীড়া ডেস্ক
যত দোষ, নন্দ ঘোষ—ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো এই বাংলা প্রবাদটা জানেন না। কিন্তু বর্তমানে তাঁর যে অবস্থা, সেটা দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। কারণ, ভারত ব্যর্থ হওয়ায় প্রধান কোচকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। এক সময়ের সতীর্থ মনোজ তিওয়ারি সমস্ত রাগ-ক্ষোভ এবার উগড়ে দিলেন গম্ভীরের ওপর।
আইসিসি ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা এক সময় প্রবল ছিল ভারতের। কিন্তু নিজেদের সবশেষ ৮ টেস্টের মধ্যে কেবল ভারত জিতেছে একটি। হেরেছে ৬ টেস্ট ও এক ম্যাচ ড্র করেছে। তাতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হলো না ভারতের। গম্ভীরের অধীনে এশিয়ার দলটির শুধু এই ভরাডুবি হয়নি। শ্রীলঙ্কার কাছে ২৭ বছর পর ওয়ানডে সিরিজ ভারত হেরেছে তিনি প্রধান কোচ থাকা অবস্থাতেই। তাছাড়া সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মা ৩ টেস্টের ৫ ইনিংস ব্যাটিং করেও ৫০ করতে পারেননি। ব্যর্থতার পাল্লা যখন ভারী হচ্ছে, গম্ভীরের ওপর তখন ‘বোমা’ ফাটালেন ধুয়ে দিয়েছেন তিওয়ারি। নিউজ১৮ বাংলাকে গত রাতে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, ‘গৌতম গম্ভীর ভণ্ড। যেটা বলেন, সেটা তিনি করেন না। অধিনায়ক (রোহিত) মুম্বাইয়ের, অভিষেখ নায়ারও মুম্বাইয়ের। রোহিতকে সব সময় এগিয়ে রাখা হয়।’
প্রধান কোচ হওয়ার পর গম্ভীর ভারতের বোলিং কোচ বানিয়েছেন মরনে মরকেলকে। ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গেও গম্ভীরের সুসম্পর্ক রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে বোর্ডার-গাভাস্কার ট্রফি খোয়ানোর পর ভারতের কোচিং প্যানেলের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির মতো তিওয়ারিও গত রাতে এই প্রশ্ন তোলেন। তিওয়ারির মতে পরিচিতদের নিয়ে কোচিং প্যানেল সাজিয়ে ভারতের ‘সর্বনাশ’ করছেন গম্ভীর। তিওয়ারি বলেন,‘বোলিং কোচের কাজটা কী? কোচ যা বলবেন, তাতেই তিনি (মরনে মরকেল) রাজি হবেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে এসেছেন মরনে মরকেল। অভিষেক নায়ারও কলকাতা নাইট রাইডার্সে ছিলেন গম্ভীরের সঙ্গে। ভারতের প্রধান কোচ জানেন যে তিনি (নায়ার) কখনোই তার (গম্ভীর) নির্দেশ অমান্য করবেন না।’
গম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স। যেখানে ২০১২ আইপিএলজয়ী দলে ছিলেন তিওয়ারি। মরকেল খেলেছেন ২০১৪ আইপিএল জয়ী দলে। এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টসেও গম্ভীরের সঙ্গে মরকেলের কাজ করার সুযোগ হয়েছে। ২০২২, ২০২৩ আইপিএলে গম্ভীর লক্ষ্ণৌর পরামর্শক থাকা অবস্থায় সেই ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ ছিলেন মরকেল।
কলকাতা নাইট রাইডার্সের তিনটি আইপিএল শিরোপাতেই অবশ্য গম্ভীরের অবদান রয়েছে। ২০২৪ সালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। পরামর্শক হলেও কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি পেয়েছেন কোচের সমান মর্যাদা। গত বছরের জুলাইয়ে কোচ হওয়ার পর শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে ভারত। লঙ্কাকে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর বাংলাদেশকে ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সিরিজে ধবলধোলাই করাই এখনো পর্যন্ত গম্ভীরের সাফল্য।
যত দোষ, নন্দ ঘোষ—ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো এই বাংলা প্রবাদটা জানেন না। কিন্তু বর্তমানে তাঁর যে অবস্থা, সেটা দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। কারণ, ভারত ব্যর্থ হওয়ায় প্রধান কোচকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। এক সময়ের সতীর্থ মনোজ তিওয়ারি সমস্ত রাগ-ক্ষোভ এবার উগড়ে দিলেন গম্ভীরের ওপর।
আইসিসি ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা এক সময় প্রবল ছিল ভারতের। কিন্তু নিজেদের সবশেষ ৮ টেস্টের মধ্যে কেবল ভারত জিতেছে একটি। হেরেছে ৬ টেস্ট ও এক ম্যাচ ড্র করেছে। তাতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হলো না ভারতের। গম্ভীরের অধীনে এশিয়ার দলটির শুধু এই ভরাডুবি হয়নি। শ্রীলঙ্কার কাছে ২৭ বছর পর ওয়ানডে সিরিজ ভারত হেরেছে তিনি প্রধান কোচ থাকা অবস্থাতেই। তাছাড়া সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মা ৩ টেস্টের ৫ ইনিংস ব্যাটিং করেও ৫০ করতে পারেননি। ব্যর্থতার পাল্লা যখন ভারী হচ্ছে, গম্ভীরের ওপর তখন ‘বোমা’ ফাটালেন ধুয়ে দিয়েছেন তিওয়ারি। নিউজ১৮ বাংলাকে গত রাতে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, ‘গৌতম গম্ভীর ভণ্ড। যেটা বলেন, সেটা তিনি করেন না। অধিনায়ক (রোহিত) মুম্বাইয়ের, অভিষেখ নায়ারও মুম্বাইয়ের। রোহিতকে সব সময় এগিয়ে রাখা হয়।’
প্রধান কোচ হওয়ার পর গম্ভীর ভারতের বোলিং কোচ বানিয়েছেন মরনে মরকেলকে। ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গেও গম্ভীরের সুসম্পর্ক রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে বোর্ডার-গাভাস্কার ট্রফি খোয়ানোর পর ভারতের কোচিং প্যানেলের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির মতো তিওয়ারিও গত রাতে এই প্রশ্ন তোলেন। তিওয়ারির মতে পরিচিতদের নিয়ে কোচিং প্যানেল সাজিয়ে ভারতের ‘সর্বনাশ’ করছেন গম্ভীর। তিওয়ারি বলেন,‘বোলিং কোচের কাজটা কী? কোচ যা বলবেন, তাতেই তিনি (মরনে মরকেল) রাজি হবেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে এসেছেন মরনে মরকেল। অভিষেক নায়ারও কলকাতা নাইট রাইডার্সে ছিলেন গম্ভীরের সঙ্গে। ভারতের প্রধান কোচ জানেন যে তিনি (নায়ার) কখনোই তার (গম্ভীর) নির্দেশ অমান্য করবেন না।’
গম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স। যেখানে ২০১২ আইপিএলজয়ী দলে ছিলেন তিওয়ারি। মরকেল খেলেছেন ২০১৪ আইপিএল জয়ী দলে। এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টসেও গম্ভীরের সঙ্গে মরকেলের কাজ করার সুযোগ হয়েছে। ২০২২, ২০২৩ আইপিএলে গম্ভীর লক্ষ্ণৌর পরামর্শক থাকা অবস্থায় সেই ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ ছিলেন মরকেল।
কলকাতা নাইট রাইডার্সের তিনটি আইপিএল শিরোপাতেই অবশ্য গম্ভীরের অবদান রয়েছে। ২০২৪ সালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। পরামর্শক হলেও কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি পেয়েছেন কোচের সমান মর্যাদা। গত বছরের জুলাইয়ে কোচ হওয়ার পর শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে ভারত। লঙ্কাকে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর বাংলাদেশকে ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সিরিজে ধবলধোলাই করাই এখনো পর্যন্ত গম্ভীরের সাফল্য।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৮ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৯ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১০ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১০ ঘণ্টা আগে