Ajker Patrika

তাইজুলের ঘূর্ণিতে চাপে ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১: ৫৭
তাইজুলের ঘূর্ণিতে চাপে ভারত

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ব্যাকফুটে থেকেই শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের ৩ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকেরা। কিছুটা চাপে থেকেই তাই ৩ উইকেটে ৮৬ রান নিয়ে ভারত মধ্যহ্নভোজের বিরতিতে গেছে।

এই সেশনে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে ভারত। সকালের শুরুতে বাংলাদেশকে সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। আগের দিন অবিচ্ছিন্ন ১৯ রানের ওপেনিং জুটি ভাঙেন এই বাঁহাতি স্পিনার। লোকেশ রাহুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। তাইজুলের বলটা একটু বেরিয়ে এসে ডিফেন্স করার চেষ্টা করেন রাহুল, তবে ব্যাটের আগে বল প্যাড ছুঁয়ে যায়। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। 

মাঝে এক ওভারের বিরতি দিয়ে নিজের পরের ওভারে আবারও দৃশ্যপটে তাইজুল। শুভমান গিলকেও এলবিডব্লিউ করে ফেরান। লেগ-মিডল স্টাম্পে পিচ করে সোজা যাওয়া বলে সুইপ করেছিলেন ভারতীয় ওপেনার। বলে-ব্যাটে করতে পারেননি। চট্টগ্রাম টেস্টের এই সেঞ্চুরিয়ান একটি করে ছক্কা ও চারে ৩৯ বলে ২০ রান করেন। 

দ্রুত ২ উইকেটের পর বিরাট কোহলিকে নিয়ে দলকে এগিয়ে লড়াইয়ে রাখেন চেতেশ্বর পূজারা। দুজনের জুটিও বেশ জমে গিয়েছিল। পূজারাকে ফিরিয়ে ৩৪ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন তাইজুল। শর্ট লেগে দারুণ এক ক্যাঁচ নেন মুমিনুল হক। ২৪ রান করে আউট হন পূজারা। রিশাভ পান্তকে নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত