Ajker Patrika

শাহিন-নাসিমদের সমীহ করার কারণ জানালেন গিল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২৯
শাহিন-নাসিমদের সমীহ করার কারণ জানালেন গিল

টুর্নামেন্ট হোক আর দ্বিপক্ষীয় সিরিজ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। যদিও এশিয়া কাপের প্রথম সাক্ষাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের শেষটা দেখা যায়নি। বেরসিক বৃষ্টিতে ক্যান্ডির ম্যাচটি ভেস্তে যাওয়ায়। 

সেদিন ভেস্তে গেলেও আরেকটি রুদ্ধশ্বাস লড়াইয়ে নামার অপেক্ষায় ভারত-পাকিস্তান। আগামীকাল সেই লড়াইয়ে নামার আগে পাকিস্তানের বোলারদের বেশ সমীহ করছেন শুবমান গিল। প্রথম সাক্ষাতেও এমনই জানিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। তবে আজ একই সঙ্গে সমীহ করার কারণও জানিয়েছেন গিল। 

দ্বিপক্ষীয় সিরিজ না হওয়াতেই পাকিস্তানের বোলারদের মোকাবিলা করতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন গিল। মুখোমুখি কম হওয়ায় ম্যাচে পার্থক্যও গড়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের উদীয়মান ব্যাটার বলেছেন, ‘আপনি যখন এই স্তরে খেলছেন, নিশ্চয়ই তার আগে বাঁহাতি পেসারদের খেলতেন। কিন্তু অন্য দলের তুলনায় পাকিস্তানের বিপক্ষে তেমন ম্যাচ খেলি না। তাদের দুর্দান্ত বোলিং আক্রমণ আছে। যখন এমন বোলিং আক্রমণের বিপক্ষে খেলবেন না তখন বড় টুর্নামেন্টে তারা কিছুটা পার্থক্য তৈরি করে দেবে।’ 

সুপার ফোরের ম্যাচটিতে যে রোমাঞ্চকর হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের দুর্দান্ত লড়াই। সর্বশেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সেদিনের লড়াইয়ে পাকিস্তানের বোলাররাই এগিয়ে ছিল। শুরুতেই ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন শাহিন-নাসিমরা। আগামীকালের ম্যাচেও সেই ভয়ই কাজ করছে ভারতের শিবিরে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গিলের কথায় তেমনি আভাস মিলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত