Ajker Patrika

এশিয়া ও বিশ্বকাপ জিততে চান মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২২, ২২: ১২
এশিয়া ও বিশ্বকাপ জিততে চান মিরাজ

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দল ফুরফুরে মেজাজে। সেঞ্চুরিয়নে প্রথমবার ওয়ানডে জিতেছেন তামিম ইকবালরা। ঘরের মাঠে জয়ের অভ্যাস পুরোনো হলেও বিদেশে সেটা ধীরে ধীরে পাল্টাচ্ছে। প্রতিটি সিরিজেই উন্নতি হচ্ছে বাংলাদেশের। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার এশিয়া কাপ ও বিশ্বকাপ জিততে চায় বাংলাদেশ—জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকায় এর আগে ১৯ ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে ১৪ ম্যাচই জয়শূন্য ছিল বাংলাদেশ। এবার তিন ম্যাচের সিরিজ শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন তামিম-সাকিবরা। এই জয়ের আত্মবিশ্বাসে বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন মিরাজ। 

আজ বাংলাদেশ দলের স্পিনিং অলরাউন্ডার মিরাজ সেই স্বপ্নের কথাই বললেন। দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো বিসিবির ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে এগোনো যায় না। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি, বাইরেও সিরিজ জিততে চাই।’ 

বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। তবে জাতীয় দলের বড় কোনো শিরোপা জেতা হয়নি। এশিয়া কাপে তিনবার ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয় তামিমদের। এবার সেই অধরা শিরোপাগুলোয় চোখ মিরাজের। তিনি বলেছেন, ‘আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ কাপ চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের চিন্তা-ভাবনাও অমন। আমরা বিশ্বকাপ জিততে পারি, এশিয়া কাপ জিততে পারি। আমরা দেশের বাইরে সিরিজ জিততে পারি। এভাবেই আমরা পরিকল্পনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত