Ajker Patrika

আইপিএলে সাকিবকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    
আইপিএলে একটি জায়গায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। ছবি: দিল্লি ক্যাপিটালস
আইপিএলে একটি জায়গায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। ছবি: দিল্লি ক্যাপিটালস

আজ পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি খেলেই আইপিএল থেকে ফেরার কথা মোস্তাফিজুর রহমানের। আইপিএল থেকে ফেরার আগে দিল্লির হয়ে নিজের শেষ ম্যাচটা মন্দ হয়নি তাঁর। ৩৩ রানে ৩ উইকেটই শুধু নেননি, একটি রেকর্ডও করেছেন। আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মোস্তাফিজ।

বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সাকিব আল হাসানই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি অলরাউন্ডারকে টপকে আইপিএলে ফিজের উইকেট সংখ্যা এখন ৬৫। আজ জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। সাকিবকে ছাড়িয়ে যেতে মোস্তাফিজের লেগেছে ৬০ ইনিংস। ৭০ ইনিংসে সাকিবের শিকার ৬৩ উইকেট।

মোস্তাফিজের ৩ উইকেট শিকারের পরও ৮ উইকেট ২০৬ রানের বড় স্কোর গড়েছে পাঞ্জাব। আইপিএলের শেষ দিকে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল দিল্লি। দিল্লির হয়ে মাত্র ৩ ম্যাচ খেলার এনওসি পেয়েছিলেন মোস্তাফিজ। কাগজকলমে ৬ কোটি রুপি পারিশ্রমিক বলা হলেও মোস্তাফিজ পাবেন ৩ ম্যাচের পারিশ্রমিক। এই ৩ ম্যাচে তাঁর উইকেট ৪টি। মোস্তাফিজের কালই দলের সঙ্গে পাকিস্তানে রওনা দেওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত