কিছুদিন আগে অ্যাশেজের দুই টেস্টের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতও স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সদস্যের স্কোয়াডে প্রায় দেড় বছর পর দীর্ঘতম সংস্করণে দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে।
সর্বশেষ গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন রাহানে। সেই ম্যাচের দুই ইনিংসে ৯ ও ১ রানে করে বাদ পড়েছিলেন তিনি। এরপর আর কোনো টেস্টে সুযোগ পাননি অভিজ্ঞ এই ব্যাটার। মাঝে আবার হ্যামস্ট্রিংয়ের চোটেও পড়েছিলেন। তবে চোট থেকে সেরে দুর্দান্ত খেলছেন তিনি।
ছন্দহীনতায় গত মার্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নেমে গেছেন রাহানে। চুক্তিতে অবনতি হলেও চোট কাটিয়ে মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতীয় ব্যাটার। সর্বশেষ রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।
৭ ম্যাচে ৬৩৪ রান করেছেন রাহানে। দুই সেঞ্চুরির একটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। অন্যটিতে কাছে গিয়ে ৯ রানের আক্ষেপে পুড়েছেন। আসামের বিপক্ষে ১৯১ রান করে সেদিন আউট হন তিনি। এবারে আইপিএলে দুর্দান্ত ফর্মে আছে ৩৪ বছর বয়সী ব্যাটার। ৫ ম্যাচে ২ ফিফটিতে ২০৯ রান করেছেন তিনি। এবার সুযোগ পাওয়ায় নিশ্চয়ই লক্ষ্য থাকবে টেস্ট ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করার। সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে নিজের উন্নতি করাও।
রাহানের সঙ্গে ফাইনালের স্কোয়াডে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুরও। এই দুজনের ফিরে আসার দিনে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্য টেস্টে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘতম সংস্করণে নিজের নামের সার্থকতা প্রমাণ করতে পারেননি, যে কারণে কুলদীপ যাদব ও উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষানের সঙ্গে বাদ পড়লেন দল থেকে। ভারতের স্কোয়াডে আর কোনো চমক নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা সবাই আছেন দলে।
টানা দ্বিতীয়বারে মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। শেষবার নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার তাদের বাধা অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন ওভালে ফাইনালটি শুরু হবে।
ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
কিছুদিন আগে অ্যাশেজের দুই টেস্টের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতও স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সদস্যের স্কোয়াডে প্রায় দেড় বছর পর দীর্ঘতম সংস্করণে দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে।
সর্বশেষ গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন রাহানে। সেই ম্যাচের দুই ইনিংসে ৯ ও ১ রানে করে বাদ পড়েছিলেন তিনি। এরপর আর কোনো টেস্টে সুযোগ পাননি অভিজ্ঞ এই ব্যাটার। মাঝে আবার হ্যামস্ট্রিংয়ের চোটেও পড়েছিলেন। তবে চোট থেকে সেরে দুর্দান্ত খেলছেন তিনি।
ছন্দহীনতায় গত মার্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নেমে গেছেন রাহানে। চুক্তিতে অবনতি হলেও চোট কাটিয়ে মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতীয় ব্যাটার। সর্বশেষ রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।
৭ ম্যাচে ৬৩৪ রান করেছেন রাহানে। দুই সেঞ্চুরির একটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। অন্যটিতে কাছে গিয়ে ৯ রানের আক্ষেপে পুড়েছেন। আসামের বিপক্ষে ১৯১ রান করে সেদিন আউট হন তিনি। এবারে আইপিএলে দুর্দান্ত ফর্মে আছে ৩৪ বছর বয়সী ব্যাটার। ৫ ম্যাচে ২ ফিফটিতে ২০৯ রান করেছেন তিনি। এবার সুযোগ পাওয়ায় নিশ্চয়ই লক্ষ্য থাকবে টেস্ট ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করার। সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে নিজের উন্নতি করাও।
রাহানের সঙ্গে ফাইনালের স্কোয়াডে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুরও। এই দুজনের ফিরে আসার দিনে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্য টেস্টে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘতম সংস্করণে নিজের নামের সার্থকতা প্রমাণ করতে পারেননি, যে কারণে কুলদীপ যাদব ও উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষানের সঙ্গে বাদ পড়লেন দল থেকে। ভারতের স্কোয়াডে আর কোনো চমক নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা সবাই আছেন দলে।
টানা দ্বিতীয়বারে মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। শেষবার নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার তাদের বাধা অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন ওভালে ফাইনালটি শুরু হবে।
ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৬ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪২ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে