Ajker Patrika

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্কোয়াডে রাহানে

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৩: ৪৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্কোয়াডে রাহানে

কিছুদিন আগে অ্যাশেজের দুই টেস্টের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতও স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সদস্যের স্কোয়াডে প্রায় দেড় বছর পর দীর্ঘতম সংস্করণে দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে।

সর্বশেষ গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন রাহানে। সেই ম্যাচের দুই ইনিংসে ৯ ও ১ রানে করে বাদ পড়েছিলেন তিনি। এরপর আর কোনো টেস্টে সুযোগ পাননি অভিজ্ঞ এই ব্যাটার। মাঝে আবার হ্যামস্ট্রিংয়ের চোটেও পড়েছিলেন। তবে চোট থেকে সেরে দুর্দান্ত খেলছেন তিনি।

ছন্দহীনতায় গত মার্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে নেমে গেছেন রাহানে। চুক্তিতে অবনতি হলেও চোট কাটিয়ে মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতীয় ব্যাটার। সর্বশেষ রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।

 ৭ ম্যাচে ৬৩৪ রান করেছেন রাহানে। দুই সেঞ্চুরির একটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। অন্যটিতে কাছে গিয়ে ৯ রানের আক্ষেপে পুড়েছেন। আসামের বিপক্ষে ১৯১ রান করে সেদিন আউট হন তিনি। এবারে আইপিএলে দুর্দান্ত ফর্মে আছে ৩৪ বছর বয়সী ব্যাটার। ৫ ম্যাচে ২ ফিফটিতে ২০৯ রান করেছেন তিনি। এবার সুযোগ পাওয়ায় নিশ্চয়ই লক্ষ্য থাকবে টেস্ট ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করার। সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে নিজের উন্নতি করাও।

রাহানের সঙ্গে ফাইনালের স্কোয়াডে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুরও। এই দুজনের ফিরে আসার দিনে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্য টেস্টে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘতম সংস্করণে নিজের নামের সার্থকতা প্রমাণ করতে পারেননি, যে কারণে কুলদীপ যাদব ও উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষানের সঙ্গে বাদ পড়লেন দল থেকে। ভারতের স্কোয়াডে আর কোনো চমক নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা সবাই আছেন দলে।

টানা দ্বিতীয়বারে মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। শেষবার নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার তাদের বাধা অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন ওভালে ফাইনালটি শুরু হবে।

ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াড: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত