ক্রীড়া ডেস্ক
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেননি শারফেন রাদারফোর্ড। সেই সিরিজের পর উইন্ডিজের ব্যস্ত সময় কাটলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে তাঁর ৬ মাসের অপেক্ষা ফুরোচ্ছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। দুই দলেই আছেন রাদারফোর্ড। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে রাসেল সবশেষ খেলেছেন ২০২৪-এর নভেম্বরে। হোল্ডার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো খেলেছেন গত বছরের আগস্টে। তবে রাসেল আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারছেন না।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএল। এই টুর্নামেন্টে নিকোলাস পুরানের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে লিগ পর্বে। দল যেমনই করুক, টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ১৯৬.২৫ স্ট্রাইকরেটে করেন ৪২৪ রান। তবে সদ্য আইপিএল খেলে আসায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে সুযোগ মেলেনি তাঁর।
হোল্ডার-রাদারফোর্ডের মতো ইংল্যান্ড-আয়ারল্যান্ড দুই সিরিজের দলেই আছেন ম্যাথু ফোর্ড, শিমরন হেটমেয়ার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, রভম্যান পাওয়েলরা। তবে রাসেল যেমন আয়ারল্যান্ড সিরিজে খেলছেন না, তেমনি এই সিরিজের দলে নেই ব্রান্ডন কিং, রস্টন চেজ। আইরিশ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাইড গুলি।
ওভালে আজ রাতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে ৬, ৮ ও ১০ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ডে উড়াল দেবে ক্যারিবীয়রা। ১২, ১৪ ও ১৫ জুন আইরিশদের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেননি শারফেন রাদারফোর্ড। সেই সিরিজের পর উইন্ডিজের ব্যস্ত সময় কাটলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে তাঁর ৬ মাসের অপেক্ষা ফুরোচ্ছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। দুই দলেই আছেন রাদারফোর্ড। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে রাসেল সবশেষ খেলেছেন ২০২৪-এর নভেম্বরে। হোল্ডার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো খেলেছেন গত বছরের আগস্টে। তবে রাসেল আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারছেন না।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএল। এই টুর্নামেন্টে নিকোলাস পুরানের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে লিগ পর্বে। দল যেমনই করুক, টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ১৯৬.২৫ স্ট্রাইকরেটে করেন ৪২৪ রান। তবে সদ্য আইপিএল খেলে আসায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে সুযোগ মেলেনি তাঁর।
হোল্ডার-রাদারফোর্ডের মতো ইংল্যান্ড-আয়ারল্যান্ড দুই সিরিজের দলেই আছেন ম্যাথু ফোর্ড, শিমরন হেটমেয়ার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, রভম্যান পাওয়েলরা। তবে রাসেল যেমন আয়ারল্যান্ড সিরিজে খেলছেন না, তেমনি এই সিরিজের দলে নেই ব্রান্ডন কিং, রস্টন চেজ। আইরিশ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাইড গুলি।
ওভালে আজ রাতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে ৬, ৮ ও ১০ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ডে উড়াল দেবে ক্যারিবীয়রা। ১২, ১৪ ও ১৫ জুন আইরিশদের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৪০ মিনিট আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে