ক্রীড়া ডেস্ক
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেননি শারফেন রাদারফোর্ড। সেই সিরিজের পর উইন্ডিজের ব্যস্ত সময় কাটলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে তাঁর ৬ মাসের অপেক্ষা ফুরোচ্ছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। দুই দলেই আছেন রাদারফোর্ড। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে রাসেল সবশেষ খেলেছেন ২০২৪-এর নভেম্বরে। হোল্ডার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো খেলেছেন গত বছরের আগস্টে। তবে রাসেল আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারছেন না।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএল। এই টুর্নামেন্টে নিকোলাস পুরানের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে লিগ পর্বে। দল যেমনই করুক, টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ১৯৬.২৫ স্ট্রাইকরেটে করেন ৪২৪ রান। তবে সদ্য আইপিএল খেলে আসায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে সুযোগ মেলেনি তাঁর।
হোল্ডার-রাদারফোর্ডের মতো ইংল্যান্ড-আয়ারল্যান্ড দুই সিরিজের দলেই আছেন ম্যাথু ফোর্ড, শিমরন হেটমেয়ার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, রভম্যান পাওয়েলরা। তবে রাসেল যেমন আয়ারল্যান্ড সিরিজে খেলছেন না, তেমনি এই সিরিজের দলে নেই ব্রান্ডন কিং, রস্টন চেজ। আইরিশ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাইড গুলি।
ওভালে আজ রাতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে ৬, ৮ ও ১০ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ডে উড়াল দেবে ক্যারিবীয়রা। ১২, ১৪ ও ১৫ জুন আইরিশদের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেননি শারফেন রাদারফোর্ড। সেই সিরিজের পর উইন্ডিজের ব্যস্ত সময় কাটলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে তাঁর ৬ মাসের অপেক্ষা ফুরোচ্ছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। দুই দলেই আছেন রাদারফোর্ড। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে রাসেল সবশেষ খেলেছেন ২০২৪-এর নভেম্বরে। হোল্ডার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো খেলেছেন গত বছরের আগস্টে। তবে রাসেল আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারছেন না।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএল। এই টুর্নামেন্টে নিকোলাস পুরানের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে লিগ পর্বে। দল যেমনই করুক, টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ১৯৬.২৫ স্ট্রাইকরেটে করেন ৪২৪ রান। তবে সদ্য আইপিএল খেলে আসায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে সুযোগ মেলেনি তাঁর।
হোল্ডার-রাদারফোর্ডের মতো ইংল্যান্ড-আয়ারল্যান্ড দুই সিরিজের দলেই আছেন ম্যাথু ফোর্ড, শিমরন হেটমেয়ার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, রভম্যান পাওয়েলরা। তবে রাসেল যেমন আয়ারল্যান্ড সিরিজে খেলছেন না, তেমনি এই সিরিজের দলে নেই ব্রান্ডন কিং, রস্টন চেজ। আইরিশ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাইড গুলি।
ওভালে আজ রাতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে ৬, ৮ ও ১০ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ডে উড়াল দেবে ক্যারিবীয়রা। ১২, ১৪ ও ১৫ জুন আইরিশদের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
বাংলাদেশ যেন কুশল মেন্ডিসের ‘প্রিয়’ প্রতিপক্ষ। অন্যান্য দলের বিপক্ষে তিনি যে রানই করতে পারেন না সেটা নয়। তবে বিশ্বের যে ভেন্যুতে, যে টুর্নামেন্টেই খেলা হোক না কেন, বাংলাদেশকে পেলেই তিনি জ্বলে ওঠেন।
১১ মিনিট আগেভারত-পাকিস্তান ম্যাচ এখন যেন শুধু নামেই চলে। মাঠের পারফরম্যান্সে লড়াইয়ের ছিটেফোঁটা দেখা যায় না। উপরন্তু অন্যান্য ঘটনায় আলোচনা হয় বেশি। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে কী ঘটেছে, সেটা তো সকলেরই জানা। সুপার ফোরে তাদের ফিরতি ম্যাচের আগে দেখা গেল অন্য কিছু।
১ ঘণ্টা আগেসম্পর্ক বদলে গেল একটি পলকে—এবারের এশিয়া কাপ দেখলে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানটি মনে পড়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই গতকাল শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ফেসবুক পেজে হুমড়ি খেয়ে পড়েছিলেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। সেই শ্রীলঙ্কাই এক দিনের মধ্যে হয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন
৩ ঘণ্টা আগেচ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। আজ ফাইনালে তারা ৪-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। ম্যাচের ৬৩তম মিনিটে মোহামেডানের মিনহাজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সোহেল রানা। বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে জিতেছে মারিও গোমেজের দল।
৩ ঘণ্টা আগে