Ajker Patrika

নাহিদ রানার যুক্তি, যুদ্ধে নামলে গুলি খেতেই হয়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৮: ১৩
বল হাতে দারুণ ছন্দে আছেন নাহিদ রানা। ছবি: রংপুরের সৌজন্যে
বল হাতে দারুণ ছন্দে আছেন নাহিদ রানা। ছবি: রংপুরের সৌজন্যে

বল হাতে দারুণ সময় পার করছেন নাহিদ রানা। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তাঁর গতির ঝড়ে কাবু হচ্ছেন ব্যাটাররা। নাহিদের দল রংপুর রাইডার্সও এরই মধ্যে পেয়েছে টানা ৫ জয়। দলের জয়ে অবদান তো রাখছেনই, সঙ্গে দুর্ভাবনার শঙ্কাও যেন বাড়ছে। ৯ দিনের মধ্যে তাঁরা খেলেছেন পাঁচ ম্যাচ। একজন পেসার হিসেবে তাঁর ওপর দিয়ে ধকলটাও যাচ্ছে বেশ।

গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সেই ছাপই স্পষ্ট হলো নাহিদের বোলিংয়ে। যদিও ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। কিন্তু তাঁর বোলিংয়ের মূল অস্ত্র যে গতি, যেটি দিয়ে তিনি বেশি আলোচনায়। এ ম্যাচে গতি কিছুটা কমই ছিল তাঁর স্বভাবজাত থেকে। বোলিংয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন নেই। গতকালও হাতে তুলেছেন ম্যাচসেরা পুরস্কার। পাঁচ ম্যাচের মধ্যে সেরা হয়েছেন দুই ম্যাচেই।

৯ উইকেট নিয়ে বিপিএলে এখন পর্যন্ত যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদ। ঢাকার বিপক্ষে ৪ ওভারের মধ্যে চার-পাঁচটি ডেলিভারি ছাড়া বেশির ভাগ বলের গতি ছিল ১৪০ কিলোমিটারের কম। এমনকি স্লোয়ার ডেলিভারি ছাড়া দু-একটি ডেলিভারির গতি ছিল ১৩৫ কিলোমিটারেরও কম। নিজের প্রথম ওভারে ওয়াইড দিয়েছেন ৪টি। গতি তুলনামূলক কম ছিল প্রথম ওভার থেকেই। তাঁর চোখে-মুখেও ছিল কিছুটা ক্লান্তি-শ্রান্তির ছাপ।

আগামী ফেব্রুয়ারি মাসেই চ্যাম্পিয়নস ট্রফি খেলবে বাংলাদেশ। তাঁর আগে নিশ্চয়ই চোটে পড়তে চাইবেন না নাহিদ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে গতি কম থাকার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘এটা তো আসলে রিদমের ব্যাপার। সব দিন রিদম একরকম থাকে না। শরীর একইরকম সাড়া দেয় না। এমনিতে আমি ঠিক আছি, শরীর ঠিক আছে। কোনো সমস্যা নেই। ফিজিও, ম্যানেজমেন্ট সবাই খেয়াল রাখছেন।’

নাহিদ অবশ্য চোটের শঙ্কা নিয়ে খুব একটা ভাবছেন না। খেললে চোটেও পড়তে হয় সেই যুক্তিই দিলেন, ‘যেটা বললেন যে, চোট। ধরুন, মানুষ যুদ্ধে নামলে গুলি খেতেই হয়। ক্রিকেট খেলতে গেলে চোটে পড়ব। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। আর বিসিবি যেসব সূচি দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ।’

নাহিদ জানিয়েছেন, বিসিবি তাঁর খোঁজ রাখছে এবং ফিজিওর সঙ্গে আলোচনা করে ফিট থাকার চেষ্টা করছেন তিনি। এই পেসার বলেন, ‘অবশ্যই জাতীয় দলের ফিজিও বায়েজিদ ভাই আছে, ওনার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের রংপুর টিমে সজিব ভাই ফিজিও আছে, ওনার সঙ্গে এসব নিয়ে কথা হয়। জাতীয় দলের ফিজিওর সঙ্গে কথা হয়। আমি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। তারপরে বিরতি পেয়েছি। খেলিনি। বিসিবির একটা ব্যাপার ছিল, তোমাকে মেইনটেইন করতে হবে। পরিকল্পনা দিয়েছে, এইভাবে ফিটনেস করবে এবং ম্যাচ খেলবে’ এখন পর্যন্ত বিসিবি বলছে, আমার শরীর ঠিক আছে এবং আমিও অনুভব করছি যে শরীর ঠিক আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত