ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
৩৭ মিনিট আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২ ঘণ্টা আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
২ ঘণ্টা আগে