ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
ভারত-পাকিস্তান ম্যাচের এখন দুই দিন পেরিয়ে গেছে। এর মধ্যে মাঠে নেমে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে আগের ম্যাচের রেশ থেকে বেরোতে পারছে না দুই দেশের জনগণ। এ তালিকায় আছেন দুই দেশের ক্রিকেট তারকারাও।
টুইটারে সমানতালে বাগ্যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির ও হরভজন সিং। একে অপরকে কথার তির্যক বাণে বিদ্ধ করেছেন এ দুজন।
এ লড়াইয়ের শুরুটা করেছিলেন পাকিস্তানি পেসার আমির। ভারতের বিপক্ষে জয়ের পর আমির এক টুইট বার্তায় জানতে চান, হরভজন ভারতের হার দেখে টেলিভিশন ভেঙেছেন কি না! এর জবাবে মঙ্গলবার রাতে আমিরের বলে ছক্কা মারার একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেন, ‘এবার তুমিই বলো এই ছক্কা তোমার টিভির ওপর গিয়ে পড়েছিল কি না!’ এরপর এই লড়াই আর থামেনি!
সারা রাত একজন আরেকজনকে আক্রমণাত্মক বার্তায় ঘায়েল করার চেষ্টা করেছেন।
হরভজনের জবাবে আমিরও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে শহীদ আফ্রিদিকে হরভজনের চার বলে ৬ ছক্কায় ২৪ রান নিতে দেখা যায়। আমির লিখেছেন, ‘আমি আসলে লালার (আফ্রিদি) বলে তোমার চার-ছক্কা খাওয়ার ভিডিও দেখা নিয়ে ব্যস্ত ছিলাম।’
এরপর হরভজন টেনে আনেন আমিরের ম্যাচ পাতানো প্রসঙ্গটি। যে অপরাধে আমির দোষী সাব্যস্ত হয়ে জেলও খেটেছিলেন।
হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল। কত নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়েছিল? তোমার এবং তোমার সমর্থকদের জন্য লজ্জা।’
এর পরও অবশ্য থামেননি আমির। জবাব দিয়ে লেখেন, ‘এবার আগুন লেগেছে। সবাই পালাও।’ শেষ পর্যন্ত ‘শুভ রাত’ লিখে আমিরই শেষ করেন এই কথার লড়াই।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে