নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামীকাল। কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও নির্বাচনে সেভাবে উত্তাপ নেই বললেই চলে। তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতির চেয়ারে নাজমুল হাসান পাপনই যে বসছেন, তা অনুমেয়!
আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার আগে গতকাল সোমবার কাউন্সিলর আর বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে ‘গেট টুগেদার’ও করে নিলেন পাপন। রাজধানীর একটি হোটেলে গত রাতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় সব কাউন্সিলরের পাশাপাশি পরিচালক প্রার্থীরাও ছিলেন। নৈশভোজের সঙ্গে অতিথিদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
অবশ্য শ্বশুরের মৃত্যুর কারণে অনুষ্ঠানস্থলে বেশিক্ষণ ছিলেন না পাপন। অনুষ্ঠানের শুরুতে তাঁর সময়কালে (গত আট বছর) ক্রিকেটের অর্জন ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পরে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন বিসিবির প্রধান।
এবারের নির্বাচনকে দেশের ক্রিকেট ইতিহাসের ‘সবচেয়ে ব্যতিক্রম নির্বাচন’ মন্তব্য করে পাপন বলেন, ‘সাধারণত নির্বাচনে দুটি বা তার বেশি প্যানেল থাকে। প্যানেল থাকাটা দোষের কিছু নয়। তবে সমস্যাও আছে। নির্বাচনের কারণে অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার অন্য প্যানেল থেকে কেউ এলে সংখ্যাগরিষ্ঠ যে প্যানেলে থাকে, তারা একে অপরকে প্রতিপক্ষ মনে করে। এ রকম একটা পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায়, সেটা নিয়ে আমার সব সময় একটা চিন্তা ছিল। পরিকল্পপনা ছিল প্যানেল ছাড়া নির্বাচন করলে কেমন হয়।’
প্যানেল ছাড়া নির্বাচনে আরও সুবিধা দেখছেন পাপন, ‘প্যানেল ছাড়া নির্বাচনের সুবিধা হচ্ছে যাঁরা ভালো, ক্রিকেট বোর্ডে যাঁরা অবদান রাখতে পারবেন, বাংলাদেশের ক্রিকেটকে যাঁরা কিছু দিতে চান—এ ধরনের লোকজন আসার সম্ভাবনা বেশি।'
গত দুই নির্বাচনের অভিজ্ঞতায় নাকি খারাপ লেগেছিল বোর্ড সভাপতির। এর কারণও খোলাসা করলেন তিনি, ‘গত দুই নির্বাচন আমার খুবই খারাপ গেছে। কারণ কোনো প্রার্থী নেই। প্যানেলটা দেওয়ার পর প্রথম কয়েক দিন থাকে। এরপর নির্বাচনের কয়েক দিন আগে আর নাই। যদি না থাকে, তাহলে তো নির্বাচনটার মানে হলো না। আর আমার প্যানেলে যাঁরা আছেন, তাঁরাই যে সেরা এমনটা কিন্তু না। এর বাইরের প্যানেলেও তো ভালো মানুষ আছেন। এই জিনিসটাকে ওপেন করে দেওয়ার জন্য প্যানেল ছাড়া নির্বাচন।’
বিসিবিতে নতুন মানুষ আসা দরকার বলে মনে করেন পাপন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, নতুন নতুন মানুষ আসা দরকার। আমি স্বীকার করছি, আমাদের বোর্ডসহ দেশের সব ক্রীড়া ফেডারেশনে কিছু মানুষ আছেন, যাঁরা সব সময় কাজ করেন। কিছু মানুষ মাঝে মাঝে আসেন, আবার কিছু মানুষকে কাজই করতে দেখা যায় না। বেশি কাজের মানুষ যেন আসার সুযোগ পান, সে জন্য একটা ব্যবস্থা চালু করেছি আমরা। সেটা যখন বলি (প্যানেল ছাড়া নির্বাচন), তখন তুমুল বিরোধিতা হয়। আমাদের নির্বাচন করে জিতে আসতে হবে। ভালো ভালো মানুষকে সম্পৃক্ত করতে হবে। বোর্ডে যে পরিমাণ ভালো আসার কথা ছিল, সে পরিমাণ কিন্তু আসেনি।’
কাউন্সিলরদের প্রতি একটা আহ্বানও রাখলেন পাপন, ‘আপনাদের কাছে একটা অনুরোধই করব। কে কোন দল, কোন গ্রুপ, কে কার মানুষ—সব ভুলে গিয়ে আপনারা যাকে মনে করবেন যোগ্য ব্যক্তি, ক্রিকেটের জন্য ভালো, তাকেই ভোট দেবেন। কে হারলাম, কে জিতলাম তাতে কিছু যায়-আসে না। আমরা সবাই এক।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামীকাল। কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও নির্বাচনে সেভাবে উত্তাপ নেই বললেই চলে। তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতির চেয়ারে নাজমুল হাসান পাপনই যে বসছেন, তা অনুমেয়!
আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার আগে গতকাল সোমবার কাউন্সিলর আর বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে ‘গেট টুগেদার’ও করে নিলেন পাপন। রাজধানীর একটি হোটেলে গত রাতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় সব কাউন্সিলরের পাশাপাশি পরিচালক প্রার্থীরাও ছিলেন। নৈশভোজের সঙ্গে অতিথিদের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
অবশ্য শ্বশুরের মৃত্যুর কারণে অনুষ্ঠানস্থলে বেশিক্ষণ ছিলেন না পাপন। অনুষ্ঠানের শুরুতে তাঁর সময়কালে (গত আট বছর) ক্রিকেটের অর্জন ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পরে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন বিসিবির প্রধান।
এবারের নির্বাচনকে দেশের ক্রিকেট ইতিহাসের ‘সবচেয়ে ব্যতিক্রম নির্বাচন’ মন্তব্য করে পাপন বলেন, ‘সাধারণত নির্বাচনে দুটি বা তার বেশি প্যানেল থাকে। প্যানেল থাকাটা দোষের কিছু নয়। তবে সমস্যাও আছে। নির্বাচনের কারণে অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার অন্য প্যানেল থেকে কেউ এলে সংখ্যাগরিষ্ঠ যে প্যানেলে থাকে, তারা একে অপরকে প্রতিপক্ষ মনে করে। এ রকম একটা পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায়, সেটা নিয়ে আমার সব সময় একটা চিন্তা ছিল। পরিকল্পপনা ছিল প্যানেল ছাড়া নির্বাচন করলে কেমন হয়।’
প্যানেল ছাড়া নির্বাচনে আরও সুবিধা দেখছেন পাপন, ‘প্যানেল ছাড়া নির্বাচনের সুবিধা হচ্ছে যাঁরা ভালো, ক্রিকেট বোর্ডে যাঁরা অবদান রাখতে পারবেন, বাংলাদেশের ক্রিকেটকে যাঁরা কিছু দিতে চান—এ ধরনের লোকজন আসার সম্ভাবনা বেশি।'
গত দুই নির্বাচনের অভিজ্ঞতায় নাকি খারাপ লেগেছিল বোর্ড সভাপতির। এর কারণও খোলাসা করলেন তিনি, ‘গত দুই নির্বাচন আমার খুবই খারাপ গেছে। কারণ কোনো প্রার্থী নেই। প্যানেলটা দেওয়ার পর প্রথম কয়েক দিন থাকে। এরপর নির্বাচনের কয়েক দিন আগে আর নাই। যদি না থাকে, তাহলে তো নির্বাচনটার মানে হলো না। আর আমার প্যানেলে যাঁরা আছেন, তাঁরাই যে সেরা এমনটা কিন্তু না। এর বাইরের প্যানেলেও তো ভালো মানুষ আছেন। এই জিনিসটাকে ওপেন করে দেওয়ার জন্য প্যানেল ছাড়া নির্বাচন।’
বিসিবিতে নতুন মানুষ আসা দরকার বলে মনে করেন পাপন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, নতুন নতুন মানুষ আসা দরকার। আমি স্বীকার করছি, আমাদের বোর্ডসহ দেশের সব ক্রীড়া ফেডারেশনে কিছু মানুষ আছেন, যাঁরা সব সময় কাজ করেন। কিছু মানুষ মাঝে মাঝে আসেন, আবার কিছু মানুষকে কাজই করতে দেখা যায় না। বেশি কাজের মানুষ যেন আসার সুযোগ পান, সে জন্য একটা ব্যবস্থা চালু করেছি আমরা। সেটা যখন বলি (প্যানেল ছাড়া নির্বাচন), তখন তুমুল বিরোধিতা হয়। আমাদের নির্বাচন করে জিতে আসতে হবে। ভালো ভালো মানুষকে সম্পৃক্ত করতে হবে। বোর্ডে যে পরিমাণ ভালো আসার কথা ছিল, সে পরিমাণ কিন্তু আসেনি।’
কাউন্সিলরদের প্রতি একটা আহ্বানও রাখলেন পাপন, ‘আপনাদের কাছে একটা অনুরোধই করব। কে কোন দল, কোন গ্রুপ, কে কার মানুষ—সব ভুলে গিয়ে আপনারা যাকে মনে করবেন যোগ্য ব্যক্তি, ক্রিকেটের জন্য ভালো, তাকেই ভোট দেবেন। কে হারলাম, কে জিতলাম তাতে কিছু যায়-আসে না। আমরা সবাই এক।’
বার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
৩৫ মিনিট আগেকদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১৩ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৪ ঘণ্টা আগে