Ajker Patrika

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা মুশফিক

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা মুশফিক

ঢাকা: প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিংয়ে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

একই মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথরিন ব্রেইস। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটে–বলে দারুণ পারফর্মের পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। আজ দুপুরে মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে এই দুজনের নাম ঘোষণা করে আইসিসি।

মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়ে বড় অবদান ছিল মুশফিকের। ৩ ওয়ানডেতে ৭৯ গড়ে ২৩৭ রান করে হয়েছিলেন সিরিজসেরা। এতে আইসিসির মাসসেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন পান তিনি। মাস সেরা পুরুষ ক্রিকেটারের দৌড়ে মুশফিকের সঙ্গে ছিলেন পাকিস্তানের হাসান আলী ও শ্রীলঙ্কার জয়াবিক্রমাও। শেষ হাসি হাসলেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটসম্যানই। ভক্ত ও আইসিসির ভোটিং একাডেমির ভোটে বাকি দুজনকে পেছনে ফেলে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ‘মুশি’।

আইসিসি ভোটিং একাডেমির অন্যতম সদস্য ভিভিএস লক্ষ্মণ প্রশংসায় ভাসালেন মুশফিককে। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘সর্বোচ্চ স্তরে ১৫ বছর খেলার পরও মুশফিকের রান ক্ষুধা এতটুকু কমেনি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে তাঁর দুর্দান্ত অবদান ছিল। ধারাবাহিকভাবে রান করে যাওয়া মুশফিকের ১২৫ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে ২–০ লিড পেয়েছিল বাংলাদেশ। এতে বাংলাদেশ প্রথমবারের মতো সিরিজ জিতেছে ১৯৯৬ বিশ্বকাপজয়ীদের বিপক্ষে।’

মুশির ফিটনেস নিয়েও কথা বলেছেন ভারতীয় ব্যাটসম্যান। লক্ষ্মণ বলছেন, ‘দলের মিডল অর্ডার নির্ভার তো রাখছেনই, সঙ্গে উইকেটকিপিং যেন মুশফিকের ফিটনেস ও দক্ষতার কথা বলে।’

এ বছর থেকেই শুরু হয়েছে আইসিসির মাসের সেরা পুরস্কার দেওয়ার রীতি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। আর তাতেই পুরস্কৃত হয়েছেন মুশফিক।

তবে খুশির দিনে মুশফিকের মাঠের দিনটা ভালো হয়নি। আজ মিরপুরে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে খেলতে নেমে শূন্য রানে ফিরেছেন আবাহনীর অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত