চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে পরশু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এই ম্যাচের আগে দুশ্চিন্তা দেখা গেছে ভারতীয় দলে।
হাইব্রিড মডেলে চলমান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো ভারত খেলছে দুবাইয়ে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে পরশু দুবাইয়ে ব্যাটিং অনুশীলন করেননি রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক এমনকি থ্রো অনুশীলনও করেননি। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কৌশলগত ব্যাপারে আলাপ-আলোচনায় সময় বেশি দিয়েছেন রোহিত। যদিও রোহিত পরে দৌড়েছেন। তাতে অবশ্য চোট তেমন একটা গুরুতর নাও মনে হতে পারে। তবে শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
রোহিত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলেন, সেক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শুবমান গিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে গিল ভারতের সহ-অধিনায়ক হিসেবে খেলছেন। সেক্ষেত্রে কিউইদের বিপক্ষে একাদশে ঋষভ পন্তকে দেখা যেতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলেছেন লোকেশ রাহুল। পন্ত সবশেষ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের আগস্টে।
ওয়ানডেতে দারুণ ছন্দে আছেন গিল। সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে চারটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, যার মধ্যে দুবাইয়ে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। গিল আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের জুলাইয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত খেলেছে গিলের নেতৃত্বে।
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুশীলনের আগে থেকেই রোহিতের চোটের সমস্যা রয়েছে। দুবাইয়ে এ সপ্তাহের রোববার পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ভারতীয় এই ব্যাটার।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে পরশু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এই ম্যাচের আগে দুশ্চিন্তা দেখা গেছে ভারতীয় দলে।
হাইব্রিড মডেলে চলমান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো ভারত খেলছে দুবাইয়ে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে পরশু দুবাইয়ে ব্যাটিং অনুশীলন করেননি রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক এমনকি থ্রো অনুশীলনও করেননি। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কৌশলগত ব্যাপারে আলাপ-আলোচনায় সময় বেশি দিয়েছেন রোহিত। যদিও রোহিত পরে দৌড়েছেন। তাতে অবশ্য চোট তেমন একটা গুরুতর নাও মনে হতে পারে। তবে শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
রোহিত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলেন, সেক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শুবমান গিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে গিল ভারতের সহ-অধিনায়ক হিসেবে খেলছেন। সেক্ষেত্রে কিউইদের বিপক্ষে একাদশে ঋষভ পন্তকে দেখা যেতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলেছেন লোকেশ রাহুল। পন্ত সবশেষ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের আগস্টে।
ওয়ানডেতে দারুণ ছন্দে আছেন গিল। সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে চারটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, যার মধ্যে দুবাইয়ে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। গিল আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের জুলাইয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত খেলেছে গিলের নেতৃত্বে।
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুশীলনের আগে থেকেই রোহিতের চোটের সমস্যা রয়েছে। দুবাইয়ে এ সপ্তাহের রোববার পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ভারতীয় এই ব্যাটার।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৫ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৬ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে