Ajker Patrika

সাকিবকে ফিফটি করতে দিলেন না সাকিব

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৩: ৫৯
সাকিবকে ফিফটি করতে দিলেন না সাকিব

সাকিবের বলে ক্যাচ তুলে দিলেন সাকিব। শুরুতেই এমন বিভ্রম জাগানো বাক্য পড়ে অবাক হতে পারেন যে কেউ। দ্বৈত সাকিবের নাম শুনে একটু আশ্চর্য হওয়াই স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেটে এখন যেমন দুই তামিম (তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম), তেমনি রয়েছেন দুই সাকিবও। সেই দুই সাকিবের পরিচয় নিশ্চয় নতুন করে দিতে হবে না! একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অন্যজন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। 

আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছেন দুই সাকিব। সেখানে নতুনের কাছে হার মানলেন পুরোনো সাকিব। পারেননি ১ রানের জন্য ফিফটি করতে। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ৫৬ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৯ রান করে ফিরেছেন সাজঘরে। 

সফরে আসা জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টোয়েন্টি সিরিজে চট্টগ্রাম পর্বে খেলবেন না সাকিব আল হাসান। বিসিবিরও তাতে অসম্মতি নেই। তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কয়েকটি ম্যাচে দেখা যাবে ৩৭ বছর বয়সী তারকাকে। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আজ তিনি নেমে পড়েন ব্যাট হাতে। খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। আজ সকালে হাইভোল্টেজ ম্যাচে আবাহনীর মুখোমুখি হয়েছেন সাকিবরা। 

টসে হেরে ব্যাটিংয়ে নামা শেখ জামাল বিপদে পড়ে শুরুতেই। স্কোরবোর্ডে ১৫ রান জমা করতেই হারিয়ে ফেলে ৩ টপ অর্ডারকে। এরপর ওপেনার সৈকত আলির (৪১) সঙ্গে জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন সাকিব। দুজনের সেই জুটি ভাঙে দলীয় ৮৭ রানে। সৈকতের বিদায়ের পর দলকে শতকের ঘরে পৌঁছে দেন সাকিব। দলীয় ১১০ রানে পঞ্চম উইকেট হিসেবে ফেরেন তিনি। ইনিংসের ২৬তম ওভারের তৃতীয় বলে জুনিয়র সাকিবের বলে ক্যাচ দেন সাব্বির হোসেনকে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ জামাল ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছে ১৫১ রান। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান সোহান (২৯) ও রবিউল ইসলাম রবি (২)। তানজিম সাকিব এখন পর্যন্ত ৫ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত