নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
নাজমুল হোসেন শান্তর সঙ্গে মেহেদী হাসান মিরাজের বন্ধুত্ব বেশ পুরোনো। বলা যায়, বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে মিরাজের নেতৃত্বেই খেলেছেন শান্ত। ঘরের মাঠে ২০১৬ সালের যুব বিশ্বকাপেও শান্তর অধিনায়ক ছিলেন মিরাজ। ২০২৪ সালে এসে শান্ত হয়েছেন তিন সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বে খেলছেন মিরাজরা।
শান্ত পূর্ণকালীন অধিনায়কত্ব পাওয়ার আগে যখন অন্তর্বর্তীকালীনও ছিলেন, তখন থেকেই দেখা যায় বোলিংয়ে রিভিউ নেওয়ার জন্য তাঁকে একটু বেশি চাপ কিংবা উৎসাহিত করেন মিরাজ। দুজনের বন্ধুত্বের কথা অনেকেই জানেন। এখন ম্যাচে বিভিন্ন সিদ্ধান্তে তাঁদের মধ্যে কেমন আলোচনা হয়, নিজের বোলিংয়ের সময় রিভিউ নিতে শান্তকে একটু প্রেশারই দিয়ে থাকেন কি না মিরাজ—এমন প্রশ্নে চওড়া হাসিতে মিরাজ বললেন, ‘শান্ত আমার কথা একটু বেশি শোনে।’ তখন সংবাদ সম্মেলনে মিরাজের পাশের চেয়ারে বসা নাফিস ইকবাল হাসিতে মাথা গুঁজে দিয়েছেন টেবিলের ওপর।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, ‘ওকে (শান্তকে) সহায়তা করার জন্য সবাই আছে, আমরা সবাই তাকে সহায়তা করছি। মুশফিক ভাই, রিয়াদ ভাই, লিটন দা সবাই অনেক সমর্থন করছে। আমার সঙ্গে যখন আলোচনা হয়, বোলিং নিয়ে কথা বলি, কীভাবে করলে ভালো হয়। ফিল্ড সেটআপ নিয়ে কথা বলি। সবার সঙ্গেই কথা বলে, এই জিনিসটা ভালো।’
রিভিউ নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক শান্তকে একটু বেশি চাপ দেওয়ার কথা অবশ্য স্বীকারই করে নিলেন মিরাজ হাসিমুখে, ‘(হাসি) চাপ না, আমি চেষ্টা করি ওকে সমর্থন দেওয়ার জন্য। শুধু আমি একাই না, সবাই দেওয়ার চেষ্টা করে। কিন্তু ও আমার কথা একটু বেশি শোনে।’
নাজমুল হোসেন শান্তর সঙ্গে মেহেদী হাসান মিরাজের বন্ধুত্ব বেশ পুরোনো। বলা যায়, বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে মিরাজের নেতৃত্বেই খেলেছেন শান্ত। ঘরের মাঠে ২০১৬ সালের যুব বিশ্বকাপেও শান্তর অধিনায়ক ছিলেন মিরাজ। ২০২৪ সালে এসে শান্ত হয়েছেন তিন সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বে খেলছেন মিরাজরা।
শান্ত পূর্ণকালীন অধিনায়কত্ব পাওয়ার আগে যখন অন্তর্বর্তীকালীনও ছিলেন, তখন থেকেই দেখা যায় বোলিংয়ে রিভিউ নেওয়ার জন্য তাঁকে একটু বেশি চাপ কিংবা উৎসাহিত করেন মিরাজ। দুজনের বন্ধুত্বের কথা অনেকেই জানেন। এখন ম্যাচে বিভিন্ন সিদ্ধান্তে তাঁদের মধ্যে কেমন আলোচনা হয়, নিজের বোলিংয়ের সময় রিভিউ নিতে শান্তকে একটু প্রেশারই দিয়ে থাকেন কি না মিরাজ—এমন প্রশ্নে চওড়া হাসিতে মিরাজ বললেন, ‘শান্ত আমার কথা একটু বেশি শোনে।’ তখন সংবাদ সম্মেলনে মিরাজের পাশের চেয়ারে বসা নাফিস ইকবাল হাসিতে মাথা গুঁজে দিয়েছেন টেবিলের ওপর।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, ‘ওকে (শান্তকে) সহায়তা করার জন্য সবাই আছে, আমরা সবাই তাকে সহায়তা করছি। মুশফিক ভাই, রিয়াদ ভাই, লিটন দা সবাই অনেক সমর্থন করছে। আমার সঙ্গে যখন আলোচনা হয়, বোলিং নিয়ে কথা বলি, কীভাবে করলে ভালো হয়। ফিল্ড সেটআপ নিয়ে কথা বলি। সবার সঙ্গেই কথা বলে, এই জিনিসটা ভালো।’
রিভিউ নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক শান্তকে একটু বেশি চাপ দেওয়ার কথা অবশ্য স্বীকারই করে নিলেন মিরাজ হাসিমুখে, ‘(হাসি) চাপ না, আমি চেষ্টা করি ওকে সমর্থন দেওয়ার জন্য। শুধু আমি একাই না, সবাই দেওয়ার চেষ্টা করে। কিন্তু ও আমার কথা একটু বেশি শোনে।’
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে