Ajker Patrika

আগের হার নিয়ে চিন্তিত নন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগের হার নিয়ে চিন্তিত নন লিটন

টেস্টে দুই দল এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। সেই প্রথম দেখায় আফগানিস্তানের বিপক্ষে হারের তিক্ততা সঙ্গী হয়েছে বাংলাদেশের। দুই দলের দ্বিতীয় লড়াইয়ের আগে ঘুরেফিরে আসছে চট্টগ্রামে ওই টেস্ট হার। আগামী ১৪ জুন শুরু হওয়া একমাত্র টেস্টের বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য ওই হার নিয়ে চিন্তিত নন। 

বৃষ্টিতে ভেসে গেছে আজ বাংলাদেশ দলের অনুশীলন। তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন লিটন। আফগানদের বিপক্ষে টেস্ট নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অধিনায়ক। ২০১৯ সালে আফগানদের বিপক্ষে ওই টেস্ট হার এবার কোনো প্রভাব ফেলবে কি না এক প্রশ্নে লিটন বলেছেন, ‘ওই জিনিসটা অতীত হয়ে গেছে অনেক আগেই। আর আমি অতীত নিয়ে এত চিন্তিত না। এসব নিয়ে খুব একটা ভাবিও না। যেহেতু নতুন খেলা, নতুন চ্যালেঞ্জ-এটা নিয়েই এখন আমাদের প্রস্তুতি।’ 

প্রথমবার বাংলাদেশের হয়ে টেস্টে অধিনায়কত্ব করতে যাচ্ছেন লিটন। এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়কত্বের অভিষেক হয়েছে তাঁর। টেস্টে অধিনায়কত্ব বিশেষ কিছু কি না এ নিয়ে লিটন বলেছেন, ‘বিশেষ কিছু না। অবশ্য একটা ভালো লাগার ব্যাপার তো কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রধান্য দেয়। টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশের হয়ে অধিনায়কত্ব করা, এটা তো অবশ্যই গর্বের বিষয়।’ 

একমাত্র টেস্টে আফগানরা নিজেদের সেরা ক্রিকেটার রশিদ খানকে পাচ্ছে না। তবে এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চান না লিটন। রশিদ না থাকলেও আফগানদের বিপক্ষে একই মনোভাব নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। লিটন বলেছেন, ‘রশিদ থাকলেও যেভাবে সিরিয়াসভাবে নিতাম, না থাকায়ও আমরা ওভাবে এগোব। টেস্ট ক্রিকেটে আমাদেরও বিরতি পড়েছে। সর্বশেষ আমরা এপ্রিলে খেলেছি। তারপর একটা সাদা বলের সংস্করণ খেলেছি। আমার মনে হয়, তাদের চেয়ে আমরা একদিক দিয়ে ভালো, আমরা অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলছি। আমাদের ম্যাচুরিটি লেভেলও বেশি। কারণ, আমাদের ক্রিকেটাররা অনেক টেস্ট ক্রিকেট খেলি এখন। তারপরও দিন শেষে আপনি যখন মাঠে ভালো ক্রিকেট খেলতে পারবেন না, কাজে লাগাতে পারবেন না-তখন এটা নেতিবাচকভাবে কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত