সিরিজ শুরুর আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলে বাংলাদেশকে সতর্কবাতা দিয়েছিল ইংল্যান্ড। এখন সিরিজ শেষে তারাই জানাচ্ছে, বাংলাদেশের কাছে হওয়া ধবলধোলাই তাদের চোখ খুলে দিয়েছে। গতকাল বাংলাওয়াশ নিশ্চিত হওয়ার পর এমনটিই জানিয়েছেন ম্যাথিউ মট।
বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ খেলে ৮ উইকেটের জয় পেয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু সিরিজে ধবলধোলাই হওয়ার পর জয়-পরাজয়ের পরিসংখ্যানে তো পিছিয়ে গিয়েছেই, বড় এক ধাক্কাও খেয়েছে তারা। ধাক্কাটা যে প্রচণ্ড আঘাত দিয়েছে, তা স্বীকার করেছেন ইংল্যান্ডের কোচ মট।
মট বলেছেন, ‘৩-০ ব্যবধানের হারটা বেদনাদায়ক। আমরা ঘরের মাঠে শক্তিশালী এক দলের বিপক্ষে খেলেছি। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। তবে কোনো এক কারণে আজ (গতকাল) আমাদের ক্যাচিং ও মাঠের ফিল্ডিং বাজে হয়েছে।’
এ বছর ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করেনি ইংল্যান্ড। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে লিয়াম লিভিংস্টোন ও স্যাম বিলিংসরা বাংলাদেশ সফরে আসেননি। এতে করে দলের ভারসাম্য নিয়ে সমালোচনা উঠেছে। তবে নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন মট। একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডের সাদা বলের কোচ মট বলেছেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে, অফ ফর্মের ব্যাটারদের চাপের মধ্যে খেলানো ভালো হবে। আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হয় এবং ভবিষ্যতে শিক্ষা নিয়ে সেগুলোকে কাজে লাগাতে চাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজ জেতায় গর্বিত বলে জানিয়েছেন মট। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ জেতায় আমরা সত্যি খুবই গর্বিত। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। তবে আজ (গতকাল) আমরা যেভাবে সফর শেষ করেছি, তা কিছুদিনের জন্য তিক্ততার স্বাদই দেবে।’
সিরিজ শুরুর আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলে বাংলাদেশকে সতর্কবাতা দিয়েছিল ইংল্যান্ড। এখন সিরিজ শেষে তারাই জানাচ্ছে, বাংলাদেশের কাছে হওয়া ধবলধোলাই তাদের চোখ খুলে দিয়েছে। গতকাল বাংলাওয়াশ নিশ্চিত হওয়ার পর এমনটিই জানিয়েছেন ম্যাথিউ মট।
বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ খেলে ৮ উইকেটের জয় পেয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু সিরিজে ধবলধোলাই হওয়ার পর জয়-পরাজয়ের পরিসংখ্যানে তো পিছিয়ে গিয়েছেই, বড় এক ধাক্কাও খেয়েছে তারা। ধাক্কাটা যে প্রচণ্ড আঘাত দিয়েছে, তা স্বীকার করেছেন ইংল্যান্ডের কোচ মট।
মট বলেছেন, ‘৩-০ ব্যবধানের হারটা বেদনাদায়ক। আমরা ঘরের মাঠে শক্তিশালী এক দলের বিপক্ষে খেলেছি। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। তবে কোনো এক কারণে আজ (গতকাল) আমাদের ক্যাচিং ও মাঠের ফিল্ডিং বাজে হয়েছে।’
এ বছর ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করেনি ইংল্যান্ড। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে লিয়াম লিভিংস্টোন ও স্যাম বিলিংসরা বাংলাদেশ সফরে আসেননি। এতে করে দলের ভারসাম্য নিয়ে সমালোচনা উঠেছে। তবে নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন মট। একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডের সাদা বলের কোচ মট বলেছেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে, অফ ফর্মের ব্যাটারদের চাপের মধ্যে খেলানো ভালো হবে। আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হয় এবং ভবিষ্যতে শিক্ষা নিয়ে সেগুলোকে কাজে লাগাতে চাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজ জেতায় গর্বিত বলে জানিয়েছেন মট। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ জেতায় আমরা সত্যি খুবই গর্বিত। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। তবে আজ (গতকাল) আমরা যেভাবে সফর শেষ করেছি, তা কিছুদিনের জন্য তিক্ততার স্বাদই দেবে।’
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
২৮ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে