Ajker Patrika

বাংলাদেশের কাছে ধবলধোলাই বেদনাদায়ক, বলছেন ইংল্যান্ড কোচ

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৪: ৩৮
বাংলাদেশের কাছে ধবলধোলাই বেদনাদায়ক, বলছেন ইংল্যান্ড কোচ

সিরিজ শুরুর আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলে বাংলাদেশকে সতর্কবাতা দিয়েছিল ইংল্যান্ড। এখন সিরিজ শেষে তারাই জানাচ্ছে, বাংলাদেশের কাছে হওয়া ধবলধোলাই তাদের চোখ খুলে দিয়েছে। গতকাল বাংলাওয়াশ নিশ্চিত হওয়ার পর এমনটিই জানিয়েছেন ম্যাথিউ মট।

বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ খেলে ৮ উইকেটের জয় পেয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু সিরিজে ধবলধোলাই হওয়ার পর জয়-পরাজয়ের পরিসংখ্যানে তো পিছিয়ে গিয়েছেই, বড় এক ধাক্কাও খেয়েছে তারা। ধাক্কাটা যে প্রচণ্ড আঘাত দিয়েছে, তা স্বীকার করেছেন ইংল্যান্ডের কোচ মট। 

মট বলেছেন, ‘৩-০ ব্যবধানের হারটা বেদনাদায়ক। আমরা ঘরের মাঠে শক্তিশালী এক দলের বিপক্ষে খেলেছি। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। তবে কোনো এক কারণে আজ (গতকাল) আমাদের ক্যাচিং ও মাঠের ফিল্ডিং বাজে হয়েছে।’

এ বছর ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করেনি ইংল্যান্ড। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে লিয়াম লিভিংস্টোন ও স্যাম বিলিংসরা বাংলাদেশ সফরে আসেননি। এতে করে দলের ভারসাম্য নিয়ে সমালোচনা উঠেছে। তবে নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন মট। একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডের সাদা বলের কোচ মট বলেছেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে, অফ ফর্মের ব্যাটারদের চাপের মধ্যে খেলানো ভালো হবে। আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হয় এবং ভবিষ্যতে শিক্ষা নিয়ে সেগুলোকে কাজে লাগাতে চাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজ জেতায় গর্বিত বলে জানিয়েছেন মট। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ জেতায় আমরা সত্যি খুবই গর্বিত। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। তবে আজ (গতকাল) আমরা যেভাবে সফর শেষ করেছি, তা কিছুদিনের জন্য তিক্ততার স্বাদই দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত