গ্রুপপর্ব শেষে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। সুপার এইট পর্ব চলার মধ্যেই হয়ে গেল ২০২৪ কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের (জি টি-টোয়েন্টি) ড্রাফট। নতুন মৌসুমে সাকিব আল হাসান খেলবেন অন্য দলের হয়ে।
২০২৩ কানাডা লিগে সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। এবার তাঁকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স মিসিসাউগা। জি টি-টোয়েন্টি কানাডা তাদের ফেসবুক পেজে গত রাতে জানিয়েছে, ২০২৪ মৌসুমের আগে চলছে ড্রাফট। সাকিবের সঙ্গে ইফতিখার আহমেদ, রহমানুল্লাহ গুরবাজদের মতো তারকাদেরও নিয়েছে মিসিসাউগা। বাংলাদেশের আরেক তারকা মোহাম্মদ সাইফউদ্দিন মন্ট্রিয়ল টাইগার্সে দল পেয়েছেন। সাইফউদ্দিনের দলে আছেন নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো দুই আফগান তারকা। ক্রিস লিন, শারফেন রাদারফোর্ডের মতো মারকাটারি টি-টোয়েন্টি ব্যাটাররাও আছেন মন্ট্রিয়লে।
বাবর আজম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি—চার পাকিস্তানি ক্রিকেটার খেলবেন ভ্যানকুভার নাইটসে। যার মধ্যে রিজওয়ানকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। রিজওয়ান, আমিরকে সরাসরি চুক্তিতে নিয়েছে ভ্যানকুভার। সন্দীপ লামিচানে, দিপেন্দ্রি সিং ঐরি নেপালের এই দুই তারকা খেলবেন বাবর-রিজওয়ানদের সঙ্গে। ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাইয়ের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও দল পেয়েছেন কানাডা লিগে। ওয়ার্নার ও টাই খেলবেন ব্রাম্পটন উলভসে। স্টয়নিসকে সরাসরি চুক্তিতে নিয়েছে সারে জাগুয়ার্স। সুনীল নারাইন, কাইল মায়ার্সের মতো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা খেলবেন স্টয়নিসের দলে। শাহিন শাহ আফ্রিদি, রোমারিও শেফার্ডদের নিয়েছে টরন্টো ন্যাশনালস। কলিন মানরোকে ধরে রেখেছে এই ফ্র্যাঞ্চাইজি।
২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনবার হয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি। যার মধ্যে ২০১৮ সালে উদ্বোধনী মৌসুমে শিরোপা জিতেছে ভ্যানকুভার। ২০১৯ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে উইনিপেগ হকস। এই আসরের রানার্সআপ ভ্যানকুভার। ২০২৩ সালে সবশেষ কানাডা লিগে সারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়ল। এ বছরের ২৫ জুলাই শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চতুর্থ মৌসুম। শেষ হবে ১০ আগস্ট।
গ্রুপপর্ব শেষে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। সুপার এইট পর্ব চলার মধ্যেই হয়ে গেল ২০২৪ কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের (জি টি-টোয়েন্টি) ড্রাফট। নতুন মৌসুমে সাকিব আল হাসান খেলবেন অন্য দলের হয়ে।
২০২৩ কানাডা লিগে সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। এবার তাঁকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স মিসিসাউগা। জি টি-টোয়েন্টি কানাডা তাদের ফেসবুক পেজে গত রাতে জানিয়েছে, ২০২৪ মৌসুমের আগে চলছে ড্রাফট। সাকিবের সঙ্গে ইফতিখার আহমেদ, রহমানুল্লাহ গুরবাজদের মতো তারকাদেরও নিয়েছে মিসিসাউগা। বাংলাদেশের আরেক তারকা মোহাম্মদ সাইফউদ্দিন মন্ট্রিয়ল টাইগার্সে দল পেয়েছেন। সাইফউদ্দিনের দলে আছেন নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো দুই আফগান তারকা। ক্রিস লিন, শারফেন রাদারফোর্ডের মতো মারকাটারি টি-টোয়েন্টি ব্যাটাররাও আছেন মন্ট্রিয়লে।
বাবর আজম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি—চার পাকিস্তানি ক্রিকেটার খেলবেন ভ্যানকুভার নাইটসে। যার মধ্যে রিজওয়ানকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। রিজওয়ান, আমিরকে সরাসরি চুক্তিতে নিয়েছে ভ্যানকুভার। সন্দীপ লামিচানে, দিপেন্দ্রি সিং ঐরি নেপালের এই দুই তারকা খেলবেন বাবর-রিজওয়ানদের সঙ্গে। ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাইয়ের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও দল পেয়েছেন কানাডা লিগে। ওয়ার্নার ও টাই খেলবেন ব্রাম্পটন উলভসে। স্টয়নিসকে সরাসরি চুক্তিতে নিয়েছে সারে জাগুয়ার্স। সুনীল নারাইন, কাইল মায়ার্সের মতো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা খেলবেন স্টয়নিসের দলে। শাহিন শাহ আফ্রিদি, রোমারিও শেফার্ডদের নিয়েছে টরন্টো ন্যাশনালস। কলিন মানরোকে ধরে রেখেছে এই ফ্র্যাঞ্চাইজি।
২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনবার হয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি। যার মধ্যে ২০১৮ সালে উদ্বোধনী মৌসুমে শিরোপা জিতেছে ভ্যানকুভার। ২০১৯ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে উইনিপেগ হকস। এই আসরের রানার্সআপ ভ্যানকুভার। ২০২৩ সালে সবশেষ কানাডা লিগে সারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়ল। এ বছরের ২৫ জুলাই শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চতুর্থ মৌসুম। শেষ হবে ১০ আগস্ট।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১৯ মিনিট আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৩২ মিনিট আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩ ঘণ্টা আগে