Ajker Patrika

পদ হারিয়ে পিসিবির ওপর ক্ষুব্ধ হাফিজ

পদ হারিয়ে পিসিবির ওপর ক্ষুব্ধ হাফিজ

পাকিস্তান দলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। বিপদের সময় দলের পাশে দাঁড়ানো সেই হাফিজ হঠাৎ করেই টিম ডিরেক্টরের পদ হারিয়েছেন। গতকাল সাবেক অধিনায়কের অবদানকে ছোট্ট এক ধন্যবাদ দিয়ে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এতে টিম ডিরেক্টর হিসেবে পিসিবির সঙ্গে হাফিজের পথ চলা তিন মাসেই শেষ হয়। সরিয়ে দেওয়ার সময় জানানো হয় সর্বশেষ নিউজিল্যান্ড সফরেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে পিসিবির। তবে পদ হারানো হাফিজ আজ ভিন্ন কিছু জানিয়েছেন। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পিসিবির সঙ্গে তাঁর পথ চলাটা আরও দীর্ঘ হওয়ার কথা ছিল। 

হতাশ হাফিজ লিখেছেন, ‘সব সময় প্রাধান্য দিয়ে সম্মান ও গর্বের সঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি। দলে ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্যেই অনেক আগ্রহের সঙ্গে পিসিবির পরিচালকের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য নতুন নেতৃত্ব আসায় প্রস্তাবিত ৪ বছরের মেয়াদ ২ মাসে নিয়ে আসা হয়েছে। পাকিস্তান ক্রিকেটকে ভবিষ্যতের জন্য শুভকামনা।’

তাঁর সময়ে কেন দলের পারফরম্যান্স খারাপ হয়েছে সে সব কারণও শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন হাফিজ। এর জন্য নিজের সামাজিক মাধ্যমে সবাইকে চোখ রাখতে বলেছেন তিনি, ‘সব সময় দায়িত্ব নেই এবং আমার নির্দিষ্ট সময় দলের পারফরম্যান্সের জন্য নিজেকে দায়বদ্ধ রাখি। সেদিক থেকে ক্রিকেট সংশ্লিষ্ট এবং ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই এমন অপেশাদার যেসব ঘটনার কারণে দলের বাজে পারফরম্যান্স হয়েছে তা প্রকাশ করব। সঙ্গেই থাকুন।’ 

এ মাসেই তিন বছরে জন্য পিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেটকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন তিনি। সেই পরিকল্পনায় ৪৩ বছর বয়সী হাফিজ নেই বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত