২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন পেসারদেরই বিশ্বকাপ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চোখ রাখলে পেসারদের আধিক্য দেখা যাচ্ছে। বাংলাদেশের তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরাও নেই পিছিয়ে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের মতে, তানজিম সাকিবরা তেমন একটা ভয়ংকর নন।
গতির ঝড়ের সঙ্গে নিখুঁত লাইন-লেংথ ও ব্যাটারদের চোখে চোখ রেখে কথা বলা—একজন পেসারের যে স্বভাবজাত বৈশিষ্ট্য থাকা দরকার, তার পুরোটাই রয়েছে তানজিম সাকিবের। ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে তিনে তিনি। ২১ ডট বল করে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ডট দেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের তরুণ পেসার। তানজিম সাকিবকে দেখেই যেন অনুপ্রাণিত হচ্ছেন মোস্তাফিজ-তাসকিনরা। ৭টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও তাসকিন। বাংলাদেশের এ দুই পেসারের ইকোনমি যে টি-টোয়েন্টির সঙ্গে মানানসই।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে সুপার এইটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে গতকাল দুপুরে যখন মার্শ আসেন, তখন প্রশ্ন করা হয় বাংলাদেশের বোলাররা তাঁদের চ্যালেঞ্জ জানাতে পারবেন কি না, যেখানে অস্ট্রেলিয়া দলে আছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিডদের মতো বিধ্বংসী ব্যাটার? এই প্রশ্ন শুনে মার্শ বলেন, ‘আশা করি না (বাংলাদেশ বোলারদের চ্যালেঞ্জ)।’ অজি অধিনায়কের মুখে এমন উত্তর শুনে সংবাদ সম্মেলনকক্ষে হাসির রোল পড়ে যায়।
চার ম্যাচের তিনটিতে জিতে বাংলাদেশ উঠেছে সুপার এইটে। অন্যদিকে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতে জিতেছে। প্রথমে মার্শ মজা করলেও তাঁর চোখে এমন কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল। কারণ এবারের বিশ্বকাপে সুপার এইটে স্কোরবোর্ডে রান উঠছে ঠিকই, তবে টুর্নামেন্টে রানরেট এখনো ৭ ছুঁতে পারেনি। ‘ব্যাটারদের বধ্যভূমি’র মতো কন্ডিশনে বাংলাদেশ তো আগেই অভ্যস্ত হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে যেকোনো দলের জন্য সুপার এইটে ওঠা মানে তারা অবশ্যই ভালো ক্রিকেট খেলছে। আমরা জানি যে এই কন্ডিশনে বাংলাদেশ খুবই শক্তিশালী দল। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। আশা করি আমরা আমাদের সেরাটা দিতে পারব।’
আরও পড়ুন:
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন পেসারদেরই বিশ্বকাপ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চোখ রাখলে পেসারদের আধিক্য দেখা যাচ্ছে। বাংলাদেশের তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরাও নেই পিছিয়ে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের মতে, তানজিম সাকিবরা তেমন একটা ভয়ংকর নন।
গতির ঝড়ের সঙ্গে নিখুঁত লাইন-লেংথ ও ব্যাটারদের চোখে চোখ রেখে কথা বলা—একজন পেসারের যে স্বভাবজাত বৈশিষ্ট্য থাকা দরকার, তার পুরোটাই রয়েছে তানজিম সাকিবের। ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে তিনে তিনি। ২১ ডট বল করে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ডট দেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের তরুণ পেসার। তানজিম সাকিবকে দেখেই যেন অনুপ্রাণিত হচ্ছেন মোস্তাফিজ-তাসকিনরা। ৭টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও তাসকিন। বাংলাদেশের এ দুই পেসারের ইকোনমি যে টি-টোয়েন্টির সঙ্গে মানানসই।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে সুপার এইটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে গতকাল দুপুরে যখন মার্শ আসেন, তখন প্রশ্ন করা হয় বাংলাদেশের বোলাররা তাঁদের চ্যালেঞ্জ জানাতে পারবেন কি না, যেখানে অস্ট্রেলিয়া দলে আছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিডদের মতো বিধ্বংসী ব্যাটার? এই প্রশ্ন শুনে মার্শ বলেন, ‘আশা করি না (বাংলাদেশ বোলারদের চ্যালেঞ্জ)।’ অজি অধিনায়কের মুখে এমন উত্তর শুনে সংবাদ সম্মেলনকক্ষে হাসির রোল পড়ে যায়।
চার ম্যাচের তিনটিতে জিতে বাংলাদেশ উঠেছে সুপার এইটে। অন্যদিকে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতে জিতেছে। প্রথমে মার্শ মজা করলেও তাঁর চোখে এমন কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল। কারণ এবারের বিশ্বকাপে সুপার এইটে স্কোরবোর্ডে রান উঠছে ঠিকই, তবে টুর্নামেন্টে রানরেট এখনো ৭ ছুঁতে পারেনি। ‘ব্যাটারদের বধ্যভূমি’র মতো কন্ডিশনে বাংলাদেশ তো আগেই অভ্যস্ত হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে যেকোনো দলের জন্য সুপার এইটে ওঠা মানে তারা অবশ্যই ভালো ক্রিকেট খেলছে। আমরা জানি যে এই কন্ডিশনে বাংলাদেশ খুবই শক্তিশালী দল। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। আশা করি আমরা আমাদের সেরাটা দিতে পারব।’
আরও পড়ুন:
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১০ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৫ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে