Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে পাকিস্তান

স্কোরবোর্ডে পাকিস্তানের নামের পাশে যোগ হচ্ছে রানের পর রান, অথচ উইকেটের দেখাই যে পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। রাওয়ালপিন্ডিতে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চিত্রটা যে এমনই। যেভাবে রানের বন্যা চলছে, তাতে রেকর্ড গড়াও স্বাগতিকদের পক্ষে অসম্ভব হয় না। 
 
রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে  গতকাল প্রথমে হোঁচট খেয়ে শুরু করে পাকিস্তান। তবে সেটা যে সাময়িক, তা প্রমাণ হতে খুব একটা দেরি হয়নি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছে পাকিস্তান। টেস্টের দ্বিতীয় দিনে আজ চা পানের বিরতি পর্যন্ত পাকিস্তান করেছে ৫ উইকেটে ৩৬৭ রানে। যা পাকিস্তানের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ স্কোর। এই তালিকায় সর্বোচ্চ ৫৪৬ রান পাকিস্তান করেছিল ২০০১ সালে মুলতানে। বাংলাদেশের বিপক্ষে ২৩ বছর আগে যখন পাকিস্তান ইনিংস ঘোষণা করেছিল, তখন ৩ উইকেট গিয়েছিল স্বাগতিকদের।   

৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। প্রথম সেশনটা আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তান গেছে ৪ উইকেটে ২৫৬ রানে। দ্বিতীয় সেশনের খেলা শুরুর পর রিজওয়ান, শাকিল দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। দুই পাকিস্তানি ব্যাটারেরই এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। মধ্যাহ্নভোজের পরও পাকিস্তান খেলেছে দিনের প্রথম সেশনের মতোই। শাকিল ও রিজওয়ানের পঞ্চম উইকেট জুটি থেকে এসেছে ২৪০ রান। ৯৫তম ওভারের শেষ বলে শাকিলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২৬১ বলে ৯ চারে ১৪১ রান করেন শাকিল।    

বাংলাদেশের বোলারদের করুণ পরিস্থিতি বুঝতে নাহিদ রানার পরিসংখ্যানের দিকে তাকালেই চলবে। ১৮ ওভারে ১০১ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। পাকিস্তানের রানরেট ৩.৭৪। রিজওয়ান ১৯৭ বলে ১৩৪ রানে এখনো অপরাজিত। ৯ চারের পাশাপাশি মেরেছেন ২ ছক্কা। সালমান আলী আগা ১০ বলে ৭ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত