Ajker Patrika

ব্যর্থ রিশাদ এরপর ঠিকই ঘুরে দাঁড়াবে: আফ্রিদি

ক্রীড়া ডেস্ক    
এবার রিশাদ নিজেকে মেলে ধরতে পারেননি। ছবি: লাহোর কালান্দার্সের ফেসবুক পেজ
এবার রিশাদ নিজেকে মেলে ধরতে পারেননি। ছবি: লাহোর কালান্দার্সের ফেসবুক পেজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুটা ভালোই করেছিলেন রিশাদ হোসেন। পিএসএল ক্যারিয়ারের প্রথম দু্ই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশি এই লেগস্পিনারকে লেগেছে বড্ড অচেনা। মুক্তহস্তে রান বিলিয়েছেন। দল লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে খেলেছে লাহোর কালান্দার্স। এই ম্যাচে মুলতান সুলতানসের প্রথম সারির দুই ব্যাটার উসমান খান, অ্যাশটন টার্নারের উইকেট রিশাদ নিলেও খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে খরচ করেন ৪৫ রান। বোলিংয়ে না পারলেও যে ব্যাটিংয়ে মাঝেমধ্যে ঝলক দেখান, সেখানে করেছেন ৪ বলে ২ রান। রিশাদের ব্যর্থতার দিনে লাহোর হেরেছে ৩৩ রানে।

রিশাদের ভুলে যাওয়ার মতো একটি দিনে তাঁর ওপর ভরসা রাখছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘রিশাদ ভালো বোলিং করছে। উইকেট পাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে পিচ সহায়তা করেনি। আর টুর্নামেন্ট যতই এগোবে, সে আরও বেশি কার্যকরী হবে।’

টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিয়েছেন মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লেতে (৬ ওভার) মুলতান কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৭৯ রান। বিস্ফোরক মুলতানকে থামাতে লাহোরের সাত বোলার বোলিং করেছেন। তাঁদের মধ্যে আসিফ আফ্রিদি (৬.৫ ইকোনমি) ও সিকান্দার রাজা (৭.৫ ইকোনমি) তুলনামূলক ভালো বোলিং করেছেন। দুজনেই নিয়েছেন একটি করে উইকেট। ঝোড়ো শুরু করা মুলতান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রান করে।

৩৩ রানে হারের পর লাহোর কালান্দার্স ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। তাদের নেট রানরেট ‍+১.০৯৫। লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ তারা খেলে ফেলেছে। শাহিনের আশা টুর্নামেন্টের বাকি অংশে লাহোর ঘুরে দাঁড়াবে। লাহোর অধিনায়ক বলেন, ‘কন্ডিশন কঠিন ছিল। বোলাররা ভিন্ন কিছু চেষ্টা করেছে। তবে বল সহজেই ব্যাটে আসছিল। টুর্নামেন্ট সবে শুরু। এখনো অনেক দূর যেতে হবে।’

লাহোর কালান্দার্স ৪ ম্যাচ খেললেও রিশাদ খেলেছেন ৩ ম্যাচ। ৮.৫০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। তাঁর সমান ৮ উইকেট নিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের শাদাব খান ও করাচি কিংসের আব্বাস আফ্রিদি। ১১ ও ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষ দুইয়ে জেসন হোল্ডার ও হাসান আলী। হোল্ডার খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। আর হাসানের দল করাচি কিংসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত